আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে ভারতে ৭৮০টি জেলা। এর মধ্যে আদমশুমারি জেলা এবং প্রশাসনিক জেলা উভয়ই রয়েছে। জেলা গুলি সব দেশের ২৮টি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে। জানা গেছে, ভারতের প্রথম জেলাটি ১৭৭০ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা প্রতিষ্ঠিত। এক আকর্ষণীয় তথ্য বলছে , অঞ্চলটি ডাকাত দ্বারা অধ্যুষিত। সেজন্য কুখ্যাত ।
জেলাটি বিহারের পূর্ণিয়া। দেশের প্রথম জেলা হিসেবে পূর্ণিয়া গৌরব অর্জন করে। ১৭৭০ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে মুঘল যুগের অবসান ঘটায়। তখন এই অঞ্চলকে সামরিক সীমান্ত প্রদেশ হিসেবে গঠন করা হয়।
১৭৬৫ সালে ব্রিটিশরা পূর্ণিয়া জয় করে। সেসময় এলাকায় ঘন বনাঞ্চল ছিল। পাঁচ বছর পর, এখানে একটি বাণিজ্য কেন্দ্র স্থাপিত হয়। ১৭৭০ সালের ১০ ফেব্রুয়ারি এটিকে একটি জেলা ঘোষণা করা হয়।
সেই সময়েই পূর্ণিয়া ডাকাতদের আস্তানা হিসেবে কুখ্যাত ছিল। স্বাধীনতার পর থেকে, দেশের অন্যান্য জায়গাগুলির মত পূর্ণিয়ারও আমূল পরিবর্তন ঘটে ৷ এখন এটি একটি স্মার্ট শহর। এখানে স্কুল, কলেজ, পাবলিক পার্ক, হাসপাতাল, উন্নত রাস্তা।স্থানীয় পর্যটন প্রচারের জন্য সংস্কার করা ঐতিহাসিক স্থান সহ সমস্ত আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে।
পূর্ণিয়া বিহারের সমৃদ্ধ সংস্কৃতির নিদর্শন প্রদান করে। আধুনিকতার সূচনা সত্ত্বেও, স্থানীয় ঐতিহ্য এখনও এই অঞ্চলের প্রাচীন শিকড়কে প্রকাশ করে।
আজ, পূর্ণিয়া বিহারের আটত্রিশটি জেলার মধ্যে একটি। প্রশাসনিক সদর দপ্তরও পূর্ণিয়া শহরে অবস্থিত। মজার বিষয় হল, পূর্ণিয়া শহর প্রতি স্বাধীনতা দিবসে ঠিক রাত ১২:০৭ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন করে। এই ঐতিহ্য ১৯৪৭ সাল থেকে অব্যাহত রয়েছে।
