আজকাল ওয়েবডেস্ক: ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার শেষ দিন ৩১ জুলাই। তবে কাজের চাপে অনেকেই ফাইল করতে পারেননি। অনেকেই ভেবেছিলেন শেষ মুহূর্তে বাড়লেও বাড়তে পারে সময়সীমা। তবে শেষ পাওয়া খবর পর্যন্ত, বাড়ল না এবারের সময়সীমা। অর্থাৎ বুধবার রাত ১২টার মধ্যেই জমা দিতে হবে ইনকাম ট্যাক্স ফাইল। সময় পেরিয়ে গেলে ফাইন! আর কয়েক ঘন্টা হাতে। দেখে নিন সময় পেরিয়ে গেলে কত জরিমানা হতে পারে।

আয়কর বিভাগ জানিয়েছে, ২৬ জুলাইয়ের আগে পাঁচ কোটির বেশি আইটিআর ফাইল করা হয়েছে। যা গত বছরের রেকর্ড ভেঙে ফেলেছে। যদিও ট্যাক্স ফাইলিং পোর্টালে বেশকিছু সমস্যা হয়েছিল বলেও জানা গিয়েছে।

তবে আইটিআর ফাইলিং করার সময়সীমা পেরিয়ে গেলে, কী পরিণতি হতে পারে জানেন?

. পুরনো কর ব্যবস্থার অধীনের সুবিধাগুলি থেকে বঞ্ছিত হতে পারেন।

. স্বাভাবিক প্রক্রিয়ায় নতুন কর ব্যবস্থার অধীনে আসতে পারেন। 

. জরিমানা দিতে হবে। বার্ষিক আয় আড়াই লক্ষের কম আয় যাঁদের, তাঁদের জরিমানা দিতে হবে না। আড়াই লক্ষের বেশি কিন্তু ৫ লক্ষের কম আয় হলে জরিমানা হবে ১ হাজার, আয় তার বেশি হলে জরিমানা ৫ হাজার।

এছাড়াও বেশকিছু সমস্যার সম্মুখীন হতে হবে করদাতাদের।