রানি মুখার্জি সাধারণত তাঁর সাবলীল অভিনয় আর মার্জিত ব্যবহারের জন্য পরিচিত। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর একটি মন্তব্য ঘিরে নেটপাড়ায় শুরু হয়েছে তুমুল বিতর্ক। বিশেষ করে স্বামীদের ওপর স্ত্রীদের কণ্ঠস্বর জোরালো করার পরামর্শ দিয়ে এখন নেটিজেনদের তোপের মুখে পড়েছেন অভিনেত্রী।
2
6
আসন্ন ছবি ‘মর্দানি ৩’-এর প্রচারের মাঝেই এক আলাপচারিতায় রানি পারিবারিক সম্মান ও লিঙ্গসাম্য নিয়ে কথা বলছিলেন। সেখানে তিনি উল্লেখ করেন যে, একটি পরিবারে বড় হওয়ার সময় সন্তান তার বাবার কাছ থেকে শেখে কীভাবে নারীর প্রতি আচরণ করতে হয়।
3
6
রানি বলেন, “সম্মান শুরু হয় ঘর থেকেই। ছেলেরা যখন দেখে তাদের মা অপদস্থ হচ্ছেন, তখন তারা শেখে যে অন্য মেয়েদের সঙ্গেও এমন ব্যবহার করা যায়। তাই বাবাদের উচিত তাঁদের স্ত্রীদের প্রতি যত্নবান হওয়া।”
4
6
বিতর্কের সূত্রপাত হয় রানির পরবর্তী বক্তব্যে। তিনি বলেন, “বাবাদের উচিত মায়ের ওপর চিৎকার না করা। বরং মায়ের উচিত বাবার ওপর চিৎকার করা, এটাই সঠিক নিয়ম।” এখানেই শেষ নয়, মজা করে তিনি নিজের ব্যক্তিগত জীবনের উদাহরণ টেনে বলেন, “আমার স্বামীকে (আদিত্য চোপড়া) গিয়ে জিজ্ঞেস করবেন না যে প্রতিদিন বাড়িতে তাঁর সঙ্গে কী ঘটে!”
5
6
রানির এই মন্তব্য মুহূর্তেই দাবানলের মতো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। নেটিজেনদের একাংশ একে ‘অদ্ভূত’ ও ‘বিপজ্জনক’ মানসিকতা বলে অভিহিত করেছেন। অনেকের মতে, রানির কথা থেকে মনে হচ্ছে তিনি সম্পর্কে অশান্তিকে স্বাভাবিক হিসেবে দেখছেন।
6
6
৩০ জানুয়ারি মুক্তি পেতে চলেছে রানির বহুল প্রতীক্ষিত ছবি ‘মর্দানি ৩’। এর মধ্যেই রানির এই মন্তব্য ছবিটির প্রচারে ইতিবাচক নাকি নেতিবাচক প্রভাব ফেলবে, তা নিয়ে চলছে জোর চর্চা। আদিত্য চোপড়া প্রযোজিত এই ছবিতে অভিনত্রীকে আবারও দাপুটে চরিত্রে দেখা যাবে। তবে পর্দার বাইরের এই ‘দাপট’ এখন তাঁর জন্য বুমেরাং হয়ে দাঁড়িয়েছে।