আজকাল ওয়েবডেস্ক: ছত্তিশগড়ে ফের মাওবাদী হামলা। মাওবাদীদেরই পুঁতে রাখা আইইডি-তে বিস্ফোরণ ঘটে। তাতেই গুরুতরভাবে জখম নিরাপত্তাবাহিনীর তিন জওয়ান। ইতিমধ্যেই আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঊর্ধ্বতন এক পুলিশ আধিকারিক জানান যে, বিজাপুর ও দান্তেওয়াড়া জেলার সীমান্তবর্তী একটি জঙ্গলে যৌথ বাহিনীর মাওবাদী বিরোধী অভিযানের সময়ই এই ঘটনা ঘটেছে।
জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) সদস্যরা এই অভিযান চালাচ্ছিলেন। এক পুলিশ আধিকারিক জানান, মাওবাদীরা রাস্তায় আইইডি পুঁতে রেখেছিলেন, তাতেই চাপ পড়তে বিস্ফোরণ হয়।
গত জানুয়ারির শেষের দিকে ওড়িশা-ছত্তিশসগড় সীমানায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছিলেন ২০ মাওবাদী। তাঁদের মধ্যে মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য চলপতি ছিলেন। যাঁর মাথার দাম ছিল এক কোটি টাকা। গত শনিবার বিজাপুরের গাঙ্গালুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে আট মাওবাদীর মৃত্যু হয়। তারপর রবিবার কাঁকেরে দু'পক্ষের মধ্যে গুলির লড়াই চলে। গত ২ ফেব্রুয়ারি কাঁকেরে ডিআরজি এবং বিএসফ যৌথ অভিযান চালাচ্ছিল। সেই সময় মাওবাদীরা তাদের লক্ষ্য করে গুলি চালান। যৌথবাহিনীও পাল্টা জবাব দিয়েছিল।
