আজকাল ওয়েবডেস্ক: বিহারের স্কুলে একী কাণ্ড! মদ্যপ অবস্থায় স্কুলে ঢুকলেন শিক্ষক। পারছিলেন না দাঁড়াতে। জানা গেছে, বিহারের এক সরকারি স্কুলে এই কাণ্ড ঘটেছে। নালন্দা জেলার গুলনি গ্রামের এক সরকারি স্কুলে প্রিন্সিপাল এবং এক শিক্ষকের বিরুদ্ধে মত্ত অবস্থায় স্কুলে ঢুকে অভব্য আচরণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত প্রিন্সিপালের নাম নগেন্দ্র প্রসাদ এবং চুক্তিভিত্তিক ওই শিক্ষকের নাম সুবোধ কুমার। প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা শিক্ষা দপ্তর দু’জনকেই সাসপেন্ড করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে।
গ্রামবাসীরা অভিযোগ করেছেন, প্রিন্সিপাল এবং শিক্ষক দু’জনেই মত্ত অবস্থায় স্কুলে ঢুকেছিলেন। কেন তাঁরা এই অবস্থায় এসেছেন, তা জিজ্ঞাসা করতেই গ্রামবাসীদের সঙ্গে অভব্য আচরণ করা হয় বলে অভিযোগ। বিষয়টি নিয়ে চাঞ্চল্য তৈরি হয়। এরপরই প্রিন্সিপাল এবং শিক্ষককে আটকে রেখে পুলিশে খবর দেন গ্রামবাসীরা। পুলিশ এসে দু’জনকে গ্রেপ্তার করে। এদিকে, গ্রামবাসীদের অভিযোগ এক পুলিশ আধিকারিক নাকি খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন মদ্যপ অবস্থায়। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, প্রিন্সিপাল এবং শিক্ষক দু’জনেই মদ্যপ ছিলেন। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন।
