আজকাল ওয়েবডেস্ক : ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সম্প্রতি এক রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে যে ২০০০ টাকার নোটের ১০০% ব্যাঙ্ক জমা পড়েনি। রিপোর্টে জানানো হয়েছে যে ২০০০ টাকার নোটের ৯৮.০৮ শতাংশই জমা পড়েছে। বর্তমানে, ৬,৮৩৯ কোটি টাকা মূল্যের ২০০০ টাকার নোট এখনও জনতার হাতে রয়েছে।
গত বছরের ১৯ মে, রিজার্ভ ব্যাঙ্ক ঘোষণা করেছিল যে ২০০০ টাকার নোট চালু থাকবে না এবং তা সার্কুলাশন থেকে তুলে নেওয়া হবে। আরবিআই -র পক্ষ থেকে জানানো হয়েছিল যে ২০২৩ সালের ১৯ মে পর্যন্ত ২০০০ টাকার নোটের মোট মূল্য ছিল ৩.৫৬ লক্ষ কোটি টাকা, যা ২০২৪ সালের ২৯ নভেম্বর এসে ৬,৮৩৯ কোটি টাকায় নেমে এসেছে। আরবিআই -র মতে, এখন পর্যন্ত ২০০০ টাকার নোটের ৯৮.০৮ শতাংশ জমা পড়েছে।
এই নোটগুলো জমা বা এক্সচেঞ্জ করার সুযোগ দেশের সমস্ত ব্যাঙ্ক শাখায় ৭ অক্টোবর ২০২৩ পর্যন্ত দেওয়া হয়েছিল। তবে, এই নোটগুলি বিনিময়ের সুবিধা ১৯টি আরবিআই অফিসে এখনও উপলব্ধ রয়েছে। ৯ অক্টোবর ২০২৩ থেকে, আরবিআই-র অফিসগুলি মানুষ এবং প্রতিষ্ঠানের কাছে ২০০০ টাকার নোট ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়ার সুযোগ দিয়েছে। এছাড়াও, জনগণ ভারতীয় পোস্টের মাধ্যমে ২০০০ টাকার নোট তাদের কাছের আরবিআই অফিসে পাঠাতে পারবে।
২০০০ টাকার নোট জমা বা এক্সচেঞ্জ করার জন্য যে ১৯টি আরবিআই অফিস রয়েছে, সেগুলি হল - আহমেদাবাদ, বেঙ্গালুরু, বেলাপুর, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, গৌহাটি, হায়দ্রাবাদ, জয়পুর, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বাই, নাগপুর, নিউ দিল্লি, পাটনা এবং থিরুভানন্তপুরম।
এটা উল্লেখ করা জরুরি যে ২০১৬ সালের নভেম্বর মাসে ১০০০ এবং ৫০০ টাকার নোট বাতিল করার পর ২০০০ টাকার নোট চালু করা হয়েছিল। তাই যদি কারও কাছে এই নোট থাকে তাহলে দ্রুত নিজের কাছের ব্যাঙ্ক গিয়ে সেটা জমা করে দিন আর সেই পরিমান টাকা নিয়ে নিন।
