আজকাল ওয়েবডেস্ক: আগামী ২ দিনের মধ্যে হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। সতর্কবার্তা জারি করল হাওয়া অফিস। বর্তমানে দিল্লির পরিবেশ একেবার শুষ্ক রয়েছে। অন্যদিকে উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থানে বাড়ছে তাপমাত্রা। তবে এরই মাঝে দেশের বেশ কয়েকটি রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর।
বাংলাদেশের কাছে ঘুর্ণিঝড়ের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে দেশের বেশ কয়েকটি রাজ্যে আগামী দুদিন ভারী বৃষ্টি হবে। অরুণাচল প্রদেশ, অসম, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরাতে বৃষ্টি হবে। পশ্চিম হিমালয়ের বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। ফলে দেশের এই অংশে বৃষ্টির সতর্কতা থাকছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ, সিকিম, অসম, মিজোরামে বৃষ্টি হবে।
অন্যদিকে দিল্লি সহ আশেপাশের অংশে বাড়বে তাপমাত্রার পারদ। তবে পশ্চিমবঙ্গে বিগত কয়েকদিন ধরেই বাড়ছে তাপমাত্রা। সেদিক থেকে দেখতে হলে যে ঘুর্ণিঝড়ের পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বিগত কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গে বাড়ছে তাপমাত্রার পারদ। ফলে বাতসে যে শুকনো বাতাস প্রবেশ করেছে সেখান থেকে মিলতে পারে খানিকটা মুক্তি। অন্যদিকে যদি জলীয় বাষ্পের পরিমান বেশি হয়ে থাকে তাহলে সেখান থেকে ভারী বৃষ্টি হবে।
পশ্চিমবঙ্গে এখন তাপমাত্রা দিনের বেলা ২৯ ডিগ্রির কাছে রয়েছে। অন্যদিকে রাতের দিকে ১৬ ডিগ্রি থাকছে। সেখানে যদি ফের বৃষ্টি হয় তাহলে তাপমাত্রা অনেকটাই কমবে। অন্যদিকে শীতের শেষে এই বৃষ্টি ফের একবার তাপমাত্রা অনেকটাই নিজের দিকে নামিয়ে দিতে পারে।
লা নিনার জেরে এবার অনেক আগেই মুখ ফিরিয়েছে শীত। সেদিক থেকে দেখতে হলে শীতের শেষবেলায় এই অকালবৃষ্টি ফের নতুন করে সমস্যা তৈরি করতে পারে। এই সময় যে শস্য চাষ করা হয় সেগুলি খানিকটা ক্ষতি হতে পারে। অন্যদিকে সবজির দাম যে খানিকটা নিয়ন্ত্রণে রয়েছে সেখান থেকে ফের বাড়তে পারে তার দামও।
