আজকাল ওয়েবডেস্ক: শনিবার সকাল থেকেই উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে গিয়েছে। একে তো দূষণে দিল্লি জর্জরিত।
সেই দূষিত বাতাসের সঙ্গে ঘন কুয়াশা মিশে দৃশ্যমানতা নেমে এসেছে ভয়াবহভাবে। সাধারণ মানুষরা জানাচ্ছেন, কুয়াশার চাপে সকাল থেকে বিপর্যস্ত হয়েছে জনজীবন।
এক হাত দূরের জিনিসও ঠিকমতো দেখা যাচ্ছে না। এই পরিস্থিতিতে ভাইরাল হয়েছে তাজমহলের একটি ছবি। আগ্রার তাজমহলের সামনে থেকে তোলা একটি ভিডিওতে স্পষ্ট ধরা পড়েছে এই পরিস্থিতির ভয়াবহতা।
তাজ ভিউ পয়েন্ট থেকে তোলা ওই ভিডিওতে দেখা যায়, কুয়াশার এতটাই ঘন স্তর তৈরি হয়েছে যে বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহল প্রায় সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেছে।
স্মৃতিসৌধটি যে সামনে রয়েছে সেটা স্পষ্ট দেখতে পাওয়া তো দূরের কথা তার চিহ্ন পর্যন্ত চোখে পড়ছিল না। এই পরিস্থিতিতে হতাশ হন পর্যটক ও স্থানীয় বাসিন্দারা।
অনেকেই তাজমহল এক ঝলক দেখার সুযোগ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নানা প্রতিক্রিয়া দেখা যায়।
এক ব্যক্তি কমেন্ট করেন, ‘উত্তর ভারতের শীত যেন সপ্তম আশ্চর্যের ওপর ভিএফএক্স চালিয়ে দিয়েছে। তাজ ভিউ পয়েন্ট থেকে স্মৃতিসৌধটা একেবারে সাদা দেওয়ালের মধ্যে মিশে গেছে।’
আর এক ব্যবহারকারী কটাক্ষ করে লেখেন, ‘বাস্তবে যতবার তাজমহল দেখেছি, তার চেয়ে বেশি পোস্টকার্ডে দেখেছি। এটা তাজমহল না ফগমহল?’
অন্য একজনের প্রশ্ন, ‘তাজমহল কোথায় ভাই?’ ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে আগ্রা জেলা প্রশাসন একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।
জারি করা নির্দেশ অনুযায়ী, আগামী ২০ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগ্রা জেলার সমস্ত কাউন্সিল, সরকারি সাহায্যপ্রাপ্ত ও স্বীকৃত স্কুল যার মধ্যে সিবিএসই ও আইসিএসই স্কুলও রয়েছে প্রথম থেকে অষ্টম শ্রেণির ক্লাস চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টে পর্যন্ত।
শুধু আগ্রা নয়, কুয়াশার চাদরে ঢেকে যায় অযোধ্যাও। সেখানে দৃশ্যমানতা কমে গিয়ে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, শনিবার অযোধ্যার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিকে, ভারতীয় মৌসম ভবন (IMD) দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ-সহ দেশের একাধিক রাজ্যে ঘন থেকে অতি ঘন কুয়াশার জন্য শনিবার অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রবিবারও এই কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি বজায় থাকতে পারে। সম্প্রতি, ঘন কুয়াশার জন্য লখনউয়ে ভেস্তে গিয়েছিল ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচ। তবে এদিন কুয়াশার প্রভাব আরও বেড়েছে। যে কারণে একপ্রকার অদৃ্শ্য হয়ে গিয়েছে তাজমহল।
