আজকাল ওয়েবডেস্ক: মার্চ জুড়েই খামখেয়ালি আবহাওয়া বাংলা জুড়ে। একদিকে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, মাঝে আবার কিছুটা স্বস্তি মিলছে বৃষ্টিতে। বাংলাজুড়ে আবহাওয়ার খামখেয়ালিপনা লক্ষ করা গেলেও, উত্তর ভারত পুড়ছে। দিল্লির তাপমাত্রা ইতিমধ্যে ছাড়িয়ে গিয়েছে ৪০ ডিগ্রি। হাওয়া অফিসের সতর্কতা, আরও বাড়বে তাপমাত্রা গোটা উত্তর ভারত জুড়েই।

তথ্য, ২৬ মার্চ, বুধবার দিল্লির তাপমাত্রা ছিল ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে প্রায় ডিগ্রি বেশি। বুধবার ২০২৫-এর দিল্লির সবচেয়ে গরম দিন ছিল। এর আগের দিন, অর্থাৎ মঙ্গলবার দিল্লির তাপমাত্রা ছিল ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস। 

এর আগের বছর, অর্থাৎ ২০২৪ সালে মার্চে দিল্লির সর্বাধিক তাপমাত্রা ছিল ২৯ মার্চ, ৩৭.৮ ডিগ্রি। তার আগের বছর অর্থাৎ ২০২৩ সালে, মার্চ মাসে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৫ মার্চ, ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস। 

হাওয়া অফিস বলছে, এই গরম মার্চেই এর আগে দিল্লিবাসী অনুভব করেছিল ২০২২ সালে। ২৯ মার্চ সেবছর দিল্লির তাপমাত্রা ছিল ৩৯.১ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস জানাচ্ছে, কেবল দিল্লি নয়, এর গরমে পুড়বে গোটা উত্তর ভারত। অন্যান্য বছরের তুলনায় তীব্র দাবদাহ, তাপপ্রবাহ উত্তর ভারত জুড়ে চলবে আরও বেশিদিন ধরে। অন্যান্য বছরে ছয় থেকে সাতদিন তীব্র তাপপ্রবাহ চলে, এবছর সেক্ষেত্রে ১০ থেকে ১২ দিন চলবে অন্তত, তেমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।