আজকাল ওয়েবডেস্ক: দিল্লি এবং এনসিআর অঞ্চলে শনিবার সকাল থেকেই চলবে টানা বৃষ্টি। ভারতের মৌসম ভবনের তরফে সকাল ৫:৪০ নাগাদ এক বিবৃতি প্রকাশ করে জানানো হয়, সকালের দিকে দক্ষিণ দিল্লির বেশ কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি, ঘণ্টায় ৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ দিল্লির দ্বারকা, পালম, ইন্দিরা গান্ধী বিমানবন্দর, বসন্ত বিহার, বসন্ত কুঞ্জ, মেহরৌলি, ছত্তরপুর, আইজিএনওইউ, আয়ানগড় এবং দেরামান্দিতে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
পাশাপাশি, এনসিআরের ফরিদাবাদ ও বল্লভগড় এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। লাগাতার ঝড়-জলের দিনে সাধারণ মানুষকে ঘরের ভিতরে থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শও দেওয়া হয়েছে। শনিবার দিল্লির আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে বলে জানানো হয়েছে। গরম থেকে কিছুটা স্বস্তি মিলবে আশাবাদী আমজনতা। শনিবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। তবে এই স্বস্তি বেশিদিন থাকবে না বলেই জানিয়েছে মৌসম ভবন। সপ্তাহ ঘুরতেই ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা।
আগামী ২৬ ও ২৮ মে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শুক্রবার রাতে আইএমডি আরও জানায়, গুজরাট, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরল, মধ্যপ্রদেশ, ওডিশা, উত্তরপ্রদেশ ও হিমাচল প্রদেশের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, বুধবার রাতে দিল্লি-এনসিআর এবং উত্তরপ্রদেশের কিছু অংশে তীব্র ঝড় বয়ে যায়। সেই ঝড়ে কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয় এবং বহু মানুষ আহত হন। নয়ডা, গাজিয়াবাদ, মোরাদাবাদ, মেরঠ ও বাঘপতের মতো এলাকাগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। বহু গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে যায়, ঘরবাড়ি ও যানবাহনের ক্ষয়ক্ষতি ঘটে।
