আজকাল ওয়েবডেস্ক: বর্ষা বিদায় নিলেও দুর্যোগ পিছু ছাড়ছে না। বঙ্গোপসাগরে আবারও ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের চোখ রাঙানি। যার দাপটে আবারও ঝড়বৃষ্টিতে তোলপাড় হতে শুরু করেছে দক্ষিণ ভারতের একাধিক রাজ্য। একটানা মুষলধারে বৃষ্টিতে আবারও তছনছ হওয়ার আশঙ্কা রয়েছে। যার জন্য ফের লাল সতর্কতা জারি করল হাওয়া অফিস।।
মৌসম ভবন সূত্রে খবর, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এবং আরব সাগরের উপর নিম্নচাপ, দুইয়ের প্রভাবে আগামী দুইদিন তামিলনাড়ুর একাধিক জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ১৬ ও ১৭ অক্টোবর জারি করা হয়েছে লাল সতর্কতা। আজ, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চেন্নাই, চেঙ্গালপেট, থিরুভাল্লুর ও কাঞ্চিপুরম জেলায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এই জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। যার জন্য চার জেলায় সমস্ত স্কুল, কলেজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তামিলনাড়ুর অন্যান্য জেলা, কেরল, কর্ণাটক, পুদুচেরি, অন্ধ্রপ্রদেশেও ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি রয়েছে।
প্রসঙ্গত, গত ডিসেম্বরে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’-এর দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছিল তামিলনাড়ু। দুর্যোগে প্রাণ হারিয়েছিলেন অনেকেই। এই পরিস্থিতিতে আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস পেয়েই সরকারের তরফেও একাধিক পদক্ষেপ করা হয়েছে। প্রশাসন সূত্রে খবর, চেন্নাইয়ে ১৭৬টি মোটর পাম্প, ৩৬টি বোটের ব্যবস্থা করা হয়েছে। রাজ্যে মোট ১১৮১ টি ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে। বন্যার কবলে পড়তে পারে এমন এলাকায় মোতায়েন রয়েছে বাড়তি বিপর্যয় মোকাবিলা বাহিনীর টিম।
