আজকাল ওয়েবডেস্ক: গুজরাট জুড়ে শৈত্যপ্রবাহের পূর্বাভাস জারি করেছে মৌসম ভবন। নালিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা গিয়ে দাঁড়িয়েছে ৭.৬ ডিগ্রি সেলসিয়াসে। ক্রমশ শীতের তীব্রতা বাড়ছে রাজ্যজুড়ে। ভারতের মৌসম ভবন জানিয়েছে, গুজরাট জুড়ে বুধবার পর্যন্ত শৈত্যপ্রবাহের পরিস্থিতি বজায় থাকতে পারে। আইএমডির সোমবারের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিনে তাপমাত্রা প্রায় দুই ডিগ্রি কমতে পারে। এরপর বড় কোনও পরিবর্তন হবে না। বিশেষত সৌরাষ্ট্রের জেলাগুলিতে যার মধ্যে ভাবনগর এবং কচ্ছের কিছু অংশ রয়েছে সেখানে পরবর্তী ৪৮ ঘণ্টায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
নালিয়ার পাশাপাশি অন্যান্য জায়গায়ও তাপমাত্রার উল্লেখযোগ্য পতন ঘটেছে। মহুয়া ৯.১ ডিগ্রি সেলসিয়াস, কাণ্ডলা বিমানবন্দর ১০.৩ ডিগ্রি, দিসা ১০.৬ ডিগ্রি, বরোদা ১১ ডিগ্রি, রাজকোট ১১.৮ ডিগ্রি, ভূজ ১২ ডিগ্রি, গান্ধীনগর ১২.৪ ডিগ্রি, আহমেদাবাদ ১৩.৯ ডিগ্রি, এবং সুরাটে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন শৈত্যপ্রবাহের কারণে গুজরাটের বিভিন্ন জেলায় ঠান্ডার তীব্রতা বাড়বে। বিশেষ করে সৌরাষ্ট্র এবং কচ্ছ অঞ্চলে শীতের দাপট বেশি থাকবে। সাধারণ মানুষকে সাবধানে থাকার এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
