আজকাল ওয়েবডেস্ক: বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ। ক্রমেই তা অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। এর জেরেই তামিলনাড়ু সহ দক্ষিণ ভারতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। টানা ঝড়বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। 

মৌসম ভবন জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপ ক্রমেই অতি গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে পৌঁছে যাবে এটি। এর জেরে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল এবং কেরলে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় উত্তাল হবে সমুদ্র। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে তামিলনাড়ুতে। 

আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, চলতি সপ্তাহে দক্ষিণ ভারতের অধিকাংশ এলাকাতেই দুর্যোগপূর্ণ আবহাওয়া জারি থাকবে। তামিলনাড়ুর পাশাপাশি কেরলেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা। কর্ণাটকেও ঝোড়ো হাওয়া, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৩ এপ্রিল পর্যন্ত তামিলনাড়ু, কেরল ও কর্ণাটকে দুর্যোগ চলবে। 

গভীর নিম্নচাপের জেরে বাংলার আবহাওয়ার রূপবদল হবে। ১৩ এপ্রিল পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট বেশি থাকবে। হলুদ সর্তকতা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে।