আজকাল ওয়েবডেস্ক: পড়াশোনার পর, প্লেসমেন্টে চাকরি পান বহু পড়ুয়া। পড়াশোনার মাঝেই নজর থাকে প্লেসমেন্টের দিকেই। কেউ কেউ পান বহুমূল্যের প্যাকেজ, তাক লাগিয়ে দেন সকলকে। এবারও ফের তেমনই কারণে সংবাদ শিরোণামে আইআইটি পড়ুয়া। সম্প্রতি আইআইটিগুলিতে, অর্থাৎ দিল্লি, বোম্বে, রুরকি, কানপুর, মাদ্রাস-সহ সব আইআইটিতে প্লেসমেন্ট ছিল। এর মাঝেই এক পড়ুয়া প্রায় সাড়ে চার কোটি টাকার চাকরি পেয়ে নজর কেড়েছেন সকলের।
সর্বভারতীয় সংবাদ সংস্থা জানাচ্ছে, এবার গ্লোবাল ট্রেডিং কোম্পানি, জেন স্ট্রিট, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির ২০২৫ ব্যাচের জন্য বেস, ফিক্সড বোনাস-সহ ৪.৩ কোটি টাকার সর্বোচ্চ বার্ষিক বেতনের চাকরির অফার করেছে পড়ুয়াকে। তারথেকেও গুরুত্বপূর্ণ, যে অফারটি আইআইটি মাদ্রাজের কম্পিউটার সায়েন্স এবং প্রকৌশল বিভাগের শিক্ষার্থীকে প্রি-প্লেসমেন্ট অফার (পিপিও) দিয়েছে। যে পড়ুয়া এই সুযোগ পেয়েছেন, তিনি এবং আর একজন ইতিমধ্যে ওই সংস্থায় ইন্টার্নশিপ করেছেন। তাঁকে হং কং-এ বড় চাকরির সুযোগ দেওয়া হয়েছে।
সর্বভারতীয় সংবাদ সংস্থা জানাচ্ছে, ২০২৪-২৫ প্লেসমেন্টের প্রথম দিনে, আইআইটি খড়গপুরের মোট ৭৫০ পড়ুয়া প্লেসমেন্টে চাকরি পেয়েছেন। সফটওয়্যার, অ্যানালিটিক্স, ফিনান্স, ব্যাঙ্কিং, কনসাল্টিং এবং কোর ইঞ্জিনিয়ারিং-এর মতো সেক্টরগুলি থেকেই বেশি পড়ুয়া চাকরির সুযোগ পেয়েছেন। উল্লেখযোগ্যভাবে, ১১ জন শিক্ষার্থী ১ কোটির বেশি টাকার চাকরি পেয়েছেন। যার মধ্যে সর্বোচ্চ ২.১৪ কোটি।
