আজকাল ওয়েবডেস্ক: রাস্তার ধারে শুয়েছিল তারা। পরনে ময়লা জামাকাপড়। একনজরে দেখে মনে হয়েছিল, হতদরিদ্র। এমন অবস্থা দেখে পুলিশ তাদের কাছে ছুটে এসেছিল। খানিকক্ষণ কথা বলার পরেই জানতে পারে তাদের নাম। যা শুনেই জ্ঞান হারান পুলিশ আধিকারিক। নাম শুনেই পুলিশ জানতে পারে, এরাই সেই চোর, যাদের খোঁজে দীর্ঘদিন ধরে চলছে তল্লাশি অভিযান।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আগ্রায়। পুলিশ জানিয়েছে, দম্পতি সেজে থাকলেও, তারা আদতে কখনও বিয়ে করেনি। স্বামী-স্ত্রী সেজে সোনার দোকানে ঢুকে সোনার বিস্কুট চুরি করত। নকল সোনার বিস্কুট বন্ধক দিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়ে চম্পট দিত। সম্প্রতি এক সোনা ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ।
জানা গিয়েছে, যুবক ও যুবতী একটি প্রতারক দলের সঙ্গে যুক্ত। মূলত সোনার দোকান তাদের টার্গেট ছিল। তাদের কাছ থেকে চার লক্ষ টাকা, একাধিক সোনার মুদ্রা উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করে চলছে জিজ্ঞাসাবাদ।
