আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এক ভিডিও, যা নতুন করে ভাবাচ্ছে মানুষকে— স্ত্রীরা আসলে কী চান? সম্পর্ক, দাম্পত্য, ভালোবাসা, সুখ নিয়ে কত শত বই আর উপদেশ শুনেছেন নিশ্চয়ই। কিন্তু এই ভিডিওতে এক মহিলা হালকা মজার ছলে বলছেন, স্ত্রীদের জীবনে সুখ আনে তিনটি ‘এস’: শরীর, সম্পদ ও স্বামী।

প্রথম ‘এস’ হল সুন্দর শরীর। কিন্তু শুধু স্বাস্থ্য নয়, এখানে সৌন্দর্যের দিকটিকে গুরুত্ব দিয়েছেন ওই মহিলা। তিনি বলেন, “প্রত্যেক নারীই চায় সে যেন পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীর মতো দেখায়।” এই তীব্র আকাঙ্ক্ষাই নাকি মেকআপ এবং ফিটনেস ইন্ডাস্ট্রির কোটি টাকার বাজারের পিছনের আসল চালিকাশক্তি!

দ্বিতীয় সুখের জায়গা হল সম্পদ— মানে টাকা, ব্যাঙ্ক ব্যালেন্স, বিলাসিতা, পার্সভর্তি টাকা। ওই মহিলা মজা করে বলেন, “পার্সের মায়া কাটে না!” চাহিদার শেষ নেই— কারও স্বপ্ন বাংলো, কারও আবার লক্ষ্য ৭-ফিগার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এক কথায়, অর্থই সুখের চাবিকাঠি— এমন ধারণার পুনরাবৃত্তি যেন এই বক্তব্যে ধ্বনিত হল।

তৃতীয় ও শেষ পয়েন্টটি আরও রসিকতা মেশানো— স্বামী। তবে এমন একজন স্বামী, যিনি স্ত্রীর কথায় সঙ্গে সঙ্গে সাড়া দেবেন। স্ত্রী ডাকলে “হ্যাঁ, বলো” বলে ছুটে আসবেন। মহিলা বলেন, "স্ত্রীরা এমন স্বামীই চায় যিনি শুধু শোনেন না, শুনেই কাজও করেন।"

ভিডিওটি অনেকের মুখে হাসি ফোটালেও, এর মধ্যেই রয়েছে দাম্পত্য জীবনের চিরন্তন এক সত্য— শুনতে, বুঝতে ও সঙ্গ দিতে পারাটাই সম্পর্কের মূল চাবিকাঠি। আর সেটা হালকা ছন্দে বললে, মানুষ সেটা একটু বেশিই মনে রাখে।