আজকাল ওয়েবডেস্ক: ভারতে কনফার্মড ট্রেনের টিকিট সংগ্রহ করা একটি চ্যালেঞ্জিং বিষয়। বিশেষ করে যখন আপনি বড় দল নিয়ে ভ্রমণ করেন। একসঙ্গে আসন বুক করা কঠিন মনে হতে পারে। এখানেই ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) একটি সমাধান প্রদান করে। আপনি একটি সম্পূর্ণ ট্রেন বা কোচ ভাড়া করতে পারেন। আজকের প্রতিবেদনে একটি সম্পূর্ণ নির্দেশিকা দেওয়া হবে যা দেখে আপনি সহজেই IRCTC-এর পূর্ণ ট্যারিফ রেট (FTR) পরিষেবার মাধ্যমে কীভাবে ট্রেনের কোচ বা গোটা ট্রেন বুক করতে পারবেন সহজেই।
কিভাবে একটি সম্পূর্ণ ট্রেন বা কোচ (IRCTC FTR) বুক করবেন
IRCTC তিন ধরণের বুকিং অপশন দিয়ে থাকে-
এক, রেলওয়ে কোচ চার্টার: একটি গোটা কোচ বুক করার জন্য (১৮-১০০ সিট)
দুই, ট্রেন চার্টার: গোটা ট্রেন বুক করার জন্য (১৮-২৪ কোচ)
তিন, স্যালোঁ চার্টার: বিলাসবহুল ব্যক্তিগত স্যালোঁ কোচ বুক করার জন্য
কখন বুক করবেন
বুকিং ৬ মাস আগে থেকে শুরু হয় এবং ট্রেন ছাড়ার ৩০ দিন আগে বন্ধ হয়ে যায়।
সিকিউরিটি ডিপোজিট
প্রতি কোচের জন্য ৫০,০০০ টাকা রেজিস্ট্রেশন মানি কাম সিকিউরিটি ডিপোজিট (RMSD)।
অনলাইনে IRCTC FTR পোর্টালে গিয়ে রেজিস্টার করে ভ্রমণ সংক্রান্ত বৃত্তান্ত দিন। এরপরে যাত্রী তালিকা আপলোড করে টাকা মিটিয়ে কো বুক করে নিন।
অফলাইনে স্টেশন ম্যানেজারের কাছে গিয়েও আবেদন করা যেতে পারে। সেক্ষেত্রে এমন স্টেশন থেকে আবেদন করতে হবে যেখানে ট্রেন অন্তত ১০ মিনিট দাঁড়ায়। এই পরিষেবা বিয়ে, কর্পোরেট ট্যুর এবং দর্শনার্থীদের জন্য উপযুক্ত।
