আজকাল ওয়েবডেস্ক: প্যান কার্ড হল অতি দরকারি একটি বিষয়। বর্তমানে প্রায় সকলের কাছেই প্যান কার্ড রয়েছে। তবে এটা জেনে রাখা ভাল বড়দের পাশাপাশি শিশুদেরও প্যান কার্ড থাকাটা দরকার। ট্যাক্স রিটার্ন থেকে শুরু করে ব্যাঙ্কে নতুন অ্যাকাউন্ট করা বা কোথাও কোনও অর্থ বিনিয়োগ করা। সবেতেই সবার আগে লাগবে প্যান কার্ড। অনেকে মনে করেন ১৮ বছর হলে তবেই প্যান কার্ড করা যায়। কিন্তু এই তথ্য সঠিক নয়। শিশুদেরও প্যান কার্ড করা যায়। একে বলা হয় মাইনর প্যান কার্ড। যদি আপনার ঘরের শিশুটির প্যান কার্ড না করা থাকে তাহলে অবিলম্বে করে নিন। দেখে নিন কীভাবে করবেন এই প্যান কার্ড।
এনএসডিএল ওয়েবসাইটে গিয়ে অনলাইন প্যান অপ্লিকেশনে ক্লিক করুন।
এরপর নিউ প্যান ইন্ডিয়ান সিটিজেন অপশনে যান সেখানে গিয়ে ইন্ডিভিজুয়াল ক্যাটাগরি সিলেক্ট করুন।
এরপর নিজের শিশুর নাম, জন্মতারিখ, মোবাইল নম্বর, ইমেল আইডি দিয়ে সাবমিট করুন।
এরপর আপনি একটি টোকেন নম্বর পাবেন। সেটিকে লিখে রাখুন এবং কন্টিনিউ উইথ প্যান অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করুন।
এরপর ফরওয়ার্ড অ্যাপ্লিকেশন ডকুমেন্টস ফিজিক্যালি সিলেক্ট করুন।
আধার কার্ডের শেষ চারটি নম্বর এবং নাম দিন।
এরপর অভিভাবকের তথ্যগুলি আপলোড করুন। ১০৭ টাকা জমা করুন।
আপনার কাজ শেষ। এবার ১৫ দিন পর প্যান কার্ডটি আপনার বাড়িতে পৌঁছে যাবে।
