আজকাল ওয়েবেডেস্ক: ভারতের অন্যতম সেরা ক্রিকেটারের নাম মহেন্দ্র সিং ধোনি। তীক্ষ্ণ ক্রিকেটীয় বুদ্ধি এবং শান্ত আচরণের জন্য পরিচিত 'ক্যাপ্টেন কুল' নামে। টি২০ বিশ্বকাপ, একদিনের বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি-সহ বেশ কয়েকটি বড় টুর্নামেন্টে ভারতকে জয় এনে দিয়েছেন। তাঁর অসাধারণ কৃতিত্ব এবং নেতৃত্ব তাঁকে খেলার জগতে একজন কিংবদন্তি করে তুলেছে। বিশ্বব্যাপী তাঁর ভক্ত সংখ্যাও বিপুল।
মাঠের বাইরেও নিজের পরিবারের প্রতি সমান মনযোগী ধোনি। ২০১০ সালে তিনি দীর্ঘদিনের প্রেমিকা সাক্ষী রাওয়াতকে বিয়ে করেন। ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি জন্ম নেয় মেয়ে জিভা সিং ধোনি। বাবার মতো জিভাও একজন সোশ্যাল মিডিয়া সেনসেশন। তার ইনস্টাগ্রামে ৩০ লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে।
জিভা রাঁচির টাউরিয়ান ওয়ার্ল্ড স্কুলে পড়াশোনা করে। উচ্চ শিক্ষার মান এবং বিশ্বমানের সুযোগ-সুবিধার জন্য পরিচিত স্কুলটি। এখানে সুবিন্যস্ত শিক্ষাপ্রদান করা হয়। পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপ উভয়ের উপর জোর দেওয়া হয় স্কুলটিতে। ২০০৮ সালে অমিত বাজলা স্কুলটির প্রতিষ্ঠা করেন। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের প্রাক্তন ছাত্র অমিত স্কুলটিকে একটি শীর্ষ শিক্ষাকেন্দ্রে পরিণত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বর্তমানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
টাউরিয়ান ওয়ার্ল্ড স্কুলে লোয়ার কিন্ডারগার্টেন (এলকেজি) থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা প্রদান করা হয়। রিপোর্ট অনুযায়ী, স্কুলের বার্ষিক ফি গ্রেড অনুসারে পরিবর্তিত হয়। এলকেজি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত, প্রতি বছর ফি আনুমানিক ৪.৪০ লক্ষ টাকা। নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য, ফি বার্ষিক প্রায় ৪.৮০ লক্ষ টাকা।
