আজকাল ওয়েবডেস্ক: প্রায় নয় মাস কাটিয়ে কয়েক দিন আগেই মহাকাশ থেকে পৃথিবীতে ফিরেছেন সুনীতা উইলিয়ামস। মহাকাশ থেকে ফেরার পর এই প্রথম জনসমক্ষে মুখ খুলেছেন এই মহাকাশচারী। তুলে ধরেছেন তাঁর মহাকাশ-যাপনের নানা অভিজ্ঞতার কথা। 

মহাকাশ থেকে ভারতকে কেমন দেখতে লাগে? উত্তর জানতে কৌতূহলী গোটা দেশ। এই প্রশ্নের উত্তর দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। মহাকাশচারীর জবাব, "ভারত অসাধারণ।" মহাকাশ থেকে হিমালয়ের মনোমুগ্ধকর দৃশ্যেরও বর্ণনা করেছেন তিনি। বলেছেন, "যতবারই আমরা হিমালয়ের উপর দিয়ে গিয়েছি, ততবারই অবিশ্বাস্য দৃশ্য পেয়েছি। হিমালয়কে একটি বিশাল ঢেউয়ের মতো দেখায়, যা ভারতের কোলে ঢলে পড়েছে বলে মনে হয়।"

সুনীতা উইলিয়ামস কক্ষপথ থেকে দৃশ্যমান ভারতীয় আলোক উজ্জ্বল রঙিন শহরগুলির কথা তুলে ধরেন। 

উইলিয়ামস তাঁর বাবার জন্মভূমির সঙ্গে পুনরায় সংযোগ স্থাপনের বিষয়ে এবং মহাকাশ অনুসন্ধানে ভারতের ক্রমবর্ধমান ভূমিকার প্রতি তাঁর উৎসাহ প্রকাশ করেছেন। ভারতের প্রশংসায় পঞ্চমুখ সুনীতা। বলেছেন, "ভারত একটা মহান দেশ। দারুণ গণতন্ত্র রয়েছে। আশা করি, বাবার দেশে ফিরব।" তিনি বেসরকারি মহাকাশ উদ্যোগে ভারতের সহযোগিতারও প্রশংসা করেছেন।

উল্লেখ্য, গুজরাটের মেহসানা জেলার ঝুলাসন গ্রামে সুনীতার পৈতৃক ভিটে। 

২০২৪ সালের জুন মাসে স্টারলাইনার মহাকাশযানে চড়ে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। কিন্তু বোয়িংয়ের ওই মহাকাশযানে যান্ত্রিক ত্রুটির কারণে সুনীতারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে পড়েন, ফিরতে পারেননি। পরে সুনীতাদের ছাড়াই ওই মহাকাশযান ফিরে আসে। এরপর সুনীতাদের ফেরা নিয়ে নানা টালবাহানা চলে। তবে শেষপর্যন্ত সুনীতাদের ফেরানো হয়। ২৮৬ দিন পর ইলন মাস্কের স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলে করে পৃথিবীতে ফেরেন সুনীতারা।