আজকাল ওয়েবডেস্ক:‌ পহেলগাঁও হামলার পর শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। বাড়তি সতর্ক প্রশাসন। 


৩ জুলাই থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। শেষ হবে ৯ আগস্ট। শ্রী অমরনাথ স্রাইন বোর্ড জানিয়েছে, ৩৮৮০ মিটার উঁচু অমরনাথ গুহায় উদ্দেশে যাত্রা আগামী ৩ জুলাই শুরু হবে। শেষ হবে ৯ আগস্ট। এই যাত্রা দুটি পথে করা যেতে পারে। একটি দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের পহেলগাঁও হয়ে ৪৮ কিলোমিটার দীর্ঘ পথ। অপরটি মধ্য কাশ্মীরের গান্দেরবাল জেলার ১৪ কিলোমিটার ছোট কিন্তু খাড়া বালতাল রুট।


কেন্দ্র ইতিমধ্যেই জানিয়েছে, অমরনাথ যাত্রার জন্য ৫৮০ কোম্পানি আধাসামরিক বাহিনীর জওয়ানকে নিরাপত্তার জন্য নিযুক্ত করা হবে। তার মধ্যে ৪২৪ কোম্পানি কেন্দ্রশাসিত অঞ্চলে পাঠানো হচ্ছে। ‘‌অপারেশন সিঁদুর’‌ এর সময় কেন্দ্রশাসিত অঞ্চলে স্থানান্তরিত কোম্পানিগুলিকেও স্থানান্তরিত করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রক সিএপিএফ বাহিনীকে অবিলম্বে কেন্দ্রশাসিত অঞ্চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি এবং এসএসবি–এই পাঁচটি সিএপিএফ থেকে এই কোম্পানিগুলি তৈরি করা হয়েছে। এই কোম্পানিগুলির প্রতিটিতে প্রায় ৭০–৭৫ জন জওয়ান রয়েছেন। জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই বাহিনীকে জম্মু–কাশ্মীরে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


প্রসঙ্গত, সিআরপিএফের ডিজি জ্ঞানেন্দ্র প্রতাপ সিং চলতি সপ্তাহের শুরুতেই কাশ্মীরে অমরনাথ যাত্রার প্রস্তুতি পর্যালোচনা বৈঠক করেছিলেন। বৈঠকে বিএসএফের ডিজি দলজিৎ সিং চৌধুরিও ছিলেন। অমরনাথ যাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবারই জম্মু–কাশ্মীরে যান। গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন। পূণ্যার্থীদের যাতে কোনও সমস্যা না হয় সেদিকে জোর দেওয়ার কথা বলেন। 


প্রসঙ্গত, এর আগে অমরনাথ যাত্রার সময় একাধিকবার জঙ্গি হামলা হয়েছে। আর এবার পহেলগাঁও হামলার পর তো সেই সম্ভাবনা আরও বেড়ে গিয়েছে। তাই কেন্দ্রও বাড়তি সতর্ক।