আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুর সোনাপ্পা লেআউট এলাকায় একটি চাঞ্চল্যকর ঘটনায় দম্পতির থেকে লুঠ হয়ে গেল প্রায় ১ কোটি টাকার সোনা এবং নগদ টাকা। অভিযোগ উঠেছে নেপালের এক দম্পতির বিরুদ্ধে। জানা গিয়েছে, ওই নেপালি দম্পতি পরিবারের গৃহপরিচারক হিসেবে নিযুক্ত ছিলেন। সকালে জলখাবার দেওয়ার সময় তাঁরা খাবারে মাদক মিশিয়ে অজ্ঞান করেন বেঙ্গালুরুর পরিবারকে।
ফলস্বরূপ, ৫২ বছর বয়সী রিয়েল এস্টেট ব্যবসায়ী গোবিন্দ রাজু এবং তাঁর ছেলে মিঠুন চা এবং অমলেট খাওয়ার পরেই অসুস্থ বোধ করেন। অভিযোগ, এই সুযোগে পরিচারিকা দম্পতি প্রায় ১ কেজি সোনার গয়না এবং ২ লক্ষ টাকা নগদ নিয়ে পালিয়ে যায়। ঘটনার পরে পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, ওই নেপালি দম্পতি কৃষ্ণা ও নিশা প্রায় তিন সপ্তাহ ধরে ওই পরিবারের জন্য কাজ করছিলেন।
ঘটনার পর গোবিন্দ এবং দুজনেই অজ্ঞান হয়ে যান এবং পরবর্তীকালে অসুস্থ বোধ করেন। তাঁদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে ডাক্তাররা খাদ্য বিষক্রিয়ার সন্দেহ করলেও পরে পরিস্থিতির অবনতি হওয়ায় তাদের অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসায় তাঁদের শরীরে ঘুমের ওষুধ এবং বিষাক্ত পদার্থের উপস্থিতি ধরা পড়েছে বলে খবর হাসপাতাল সূত্রে।
জানা গিয়েছে, গোবিন্দরাজুর বড় ছেলে নিতিনরাজ বৃহস্পতিবার সকালে বাড়ি এসে তাঁর ভাই এবং বাবাকে অজ্ঞান অবস্থায় দেখতে পান। পুলিশে খবর দেওয়ার পর ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্ত কৃষ্ণা ও নিশার ফোন বন্ধ রয়েছে এবং তাঁদের কোনও হদিস পাওয়া যায়নি। পুলিশ চুরি ও বিষক্রিয়ার ধারায় মামলা দায়ের করেছে। জানা গিয়েছে, ওই নেপালি দম্পতির কাছে পরিবারের আলমারির চাবি ছিল। সেই আলমারিতেই সোনা এবং নগদ টাকা রাখা ছিল।
