আজকাল ওয়েবডেস্ক:‌ পাক ও পাক অধিকৃত কাশ্মীরে এয়ার স্ট্রাইক চালিয়েছে ভারতীয় সেনা। এরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্দেশ দিয়েছেন, ছুটিতে থাকা আধাসামরিক বাহিনীর প্রধানদের দ্রুত কাজে যোগ দিতে হবে। 


প্রসঙ্গত, বুধবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনা একজোটে হামলা চালায়। এয়ার স্ট্রাইক চালানো হয় অন্তত নয় জায়গায়। গুঁড়িয়ে দেওয়া হয় জঙ্গিঘাঁটি। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, শতাধিক জঙ্গি নিকেশ হয়েছে এই স্ট্রাইকে। তবে ইসলামাবাদের দাবি, আট জন মারা গিয়েছেন।


ইতিমধ্যে ভারতের হামলার পাল্টা জবাব দিয়েছে পাক সেনাও। জম্মু–কাশ্মীরে গোলাবর্ষণ চালিয়েছে পাক সেনা। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, পাকিস্তানের গোলাবর্ষণে সাতজন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। হামলায় আহত হয়েছেন আরও ৩৮ জন। 


প্রসঙ্গত, ভারতের হামলার পর পাকিস্তানও পাল্টা জবাব দিয়েছে। কাশ্মীরের পুঞ্চ ও রাজৌরি সেক্টরের ভীমবের গলি এলাকায় গুলিবর্ষণ করেছে পাক সেনা। এছাড়া বারামুল্লা জেলার উরি সেক্টরেও বোমাবর্ষণ করেছে পাক সেনা।


ভারতের হামলার পর মুখ খুলেছে ইসলামাবাদ। পাক প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ বলেছেন, ভারত আবার আক্রমণ করলে পাকিস্তানও চুপ করে বসে থাকবে না। 


এই ঘটনাপ্রবাহেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্দেশ দিলেন ছুটিতে থাকা আধাসামরিক বাহিনীর প্রধানরা দ্রুত কাজে যোগ দিন। 

এদিকে ‘‌অপারেশন সিঁদুর’‌ এর পর বুধবার মন্ত্রিসভার বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে ভারতীয় সেনার ভূয়সী প্রশংসা করেন তিনি। ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ অন্যান্য মন্ত্রীরা। 

এদিকে, অমিত শাহ সীমান্ত এলাকার রাজ্যগুলির মন্ত্রীদের সঙ্গে বুধবার দুপুর দুটোয় বৈঠক করবেন বলে জানা গেছে। বৈঠকে সমস্ত রাজ্যের ডিজিপি ও মুখ্যসচিবদের উপস্থিত থাকতে বলা হয়েছে। রাজ্যগুলির মধ্যে রয়েছে পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, সিকিম, পশ্চিমবঙ্গ, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ ও জম্মু–কাশ্মীর।