আজকাল ওয়েবডেস্ক: হিমাচল প্রদেশের মাণ্ডি জেলায় মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানের জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩। এখনও নিখোঁজ ২৯ জনের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের আধিকারিকরা। মঙ্গলবার মাণ্ডির বিভিন্ন অংশে মোট দশটি মেঘভাঙা, তিনটি হড়পা বান ও একটি ভূমিধসের ঘটনা ঘটে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে রয়েছে গোহর, থুনাগ ও কর্সোগ। গোহর থেকে ৭টি, থুনাগে ৫টি ও কর্সোগে ১টি দেহ উদ্ধার হয়েছে।

এই প্রাকৃতিক বিপর্যয়ে ১৫০টির বেশি ঘরবাড়ি, ১০৪টি গোশালা, ৩১টি গাড়ি ও ১৪টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। মারা গিয়েছে ১৬২টি গবাদি পশু। মাণ্ডি জেলায় উদ্ধার করা হয়েছে ৩১৬ জন সহ মোট ৩৭০ জন। খোলা হয়েছে ৫টি ত্রাণ শিবির। মণালি-কিলং রাস্তা ধসে বন্ধ হয়ে যাওয়ায় যান চলাচল ঘুরপথে রোতাং পাস হয়ে চালানো হচ্ছে। রাজ্যে বর্তমানে ২৬১টি রাস্তা ও প্রায় ৮০০টি জল সরবরাহ প্রকল্প বন্ধ।

এদিকে আবহাওয়া দপ্তর আগামী ৫ থেকে ৯ জুলাই পর্যন্ত রাজ্যজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা (অরেঞ্জ অ্যালার্ট) জারি করেছে। আগামী ২৪ ঘণ্টায় মাণ্ডি, কাংগ্রা, সিমলা, সোলান, সিমৌর ও হামিরপুরে হড়পা বানের সম্ভাবনা রয়েছে। জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ ও হোমগার্ডের সদস্যরা তৎপরভাবে উদ্ধারকাজে নিয়োজিত। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুক্কু ও বিরোধী নেতা জয় রাম ঠাকুর দুর্গত এলাকাগুলি পরিদর্শন করেছেন।

সুক্কু আশ্বাস দিয়েছেন, যারা ঘর হারিয়েছেন তাঁদের জন্য প্রয়োজনে সরকার জমি দেবে। তবে জমি বন দপ্তরের আওতায় পড়লে কেন্দ্রের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।