আজকাল ওয়েবডেস্ক: বড় বিপদ থেকে রক্ষা পেলেন পাইলট-সহ যাত্রীরা। বরাসু হেলিপ্যাড থেকে কেদারনাথের পথে রওনা দিয়েছিল কেস্ট্রেল এভিয়েশন একটি প্রাইভেট হেলিকপ্টার। কপ্টারে পাইলট-সহ ৬ জন যাত্রী ছিলেন। কিন্তু, যান্ত্রিক ত্রুটির কারণে শনিবার দুপুরে গুপ্তকাশির একটি মহাসড়কে হেলিকপ্টার জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

অসামরিক বিমান চলাচল অধিদপ্তরের (ডিজিসিএ) প্রাথমিক প্রতিবেদন অনুসারে ঘটনাটি ঘটেছে এ দিন দুপুর ১২.৫২ মিনিট নাগাদ। আকাশে উড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই  যান্ত্রিক ত্রুটি ধরা পড়লে কপ্টারটি জরুরি অবতরণ করে। 

এই ঘটনায় ওই কপ্টারের ক্রু এবং যাত্রীদের সকলেই নিরাপদ রয়েছেন। কোনও হতাহতের খবর নেই। তবে হুড়মুড়িয়ে নামায় চালকের পিঠে সামান্য আঘাত লেগেছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

?ref_src=twsrc%5Etfw">June 7, 2025

ডিজিসিএ নিশ্চিত করেছে যে, বিমান নিরাপত্তা অধিদপ্তর (উত্তর অঞ্চল) থেকে একটি দলকে আরও মূল্যায়নের জন্য ঘটনাস্থলে পাঠানো হচ্ছে। হেলিকপ্টারটি "কঠিন অবতরণ" করেছে বলে ডিজিসিএ জানিয়েছে। তবে কোনও হতাহত বা বড় ধরণের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে, উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি (ইউসিএডিএ)-র কর্তারা নিশ্চিত করেছেন যে, অন্যান্য হেলিপ্যাডগুলিতে কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে, হেলিকপ্টারটির এমার্জেন্সি ল্যান্ডিং করানো হয়, সেখানে একটি চার চাকার গাড়ি পার্কিং করা ছিল। কপ্টারের পিছনের অংশের ধাক্কায় গাড়িটি দুমড়ে গিয়েছে। তবে সব থেকে উদ্বেগের, হাইওয়ের যেখানে এমার্জেন্সি ল্যান্ডিং হয়, তার পাশেই রয়েছে খাদ। জরুরি অবতরণের সময় সামান্য ভুলচুক হলে যাত্রীদের নিয়ে তা খাদে পড়ে যেতে পারত। তবে পাইলটের তৎপরতায় বড় বিপদ এড়ানো গিয়েছে।