আজকাল ওয়েবডেস্ক: রঙ্গারেড্ডি (তেলেঙ্গানা): রবিবার ভোররাতে রঙ্গারেড্ডি জেলার একটি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই) এটিএম-এ মাত্র চার মিনিটের মধ্যে এক নজিরবিহীন ডাকাতি ঘটে যায়। চারজন মুখোশধারী ডাকাত গ্যাস কাটার ও লোহার রড ব্যবহার করে এটিএম মেশিন ভেঙে প্রায় ৩০ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়।

প্রথমে রাত ১.৫৬ মিনিটে এক ব্যক্তি গাড়ি থেকে নেমে এটিএম কিয়স্কের দিকে হেঁটে যায় এবং গেটের সিসিটিভি ক্যামেরার ওপর স্প্রে করে সেটি অকেজো করে ফেলে। ডাকাতেরা এমনকি জরুরি সাইরেনের তারও কেটে দেয়। তবে তারা এটিএমের ভিতরের ক্যামেরা ঢাকতে ব্যর্থ হয়, যার ফলে গোটা ঘটনা ক্যামেরায় ধরা পড়ে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনজন লোক লোহার রড ও গ্যাস কাটার দিয়ে এটিএম মেশিনটি খুলছে এবং একজন বাইরে পাহারা দিচ্ছে। মাত্র চার মিনিটের মধ্যে তারা মেশিন থেকে ২৯.৬৯ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় এবং যাওয়ার সময় এটিএমের শাটার নামিয়ে দেয়।

পুলিশ তদন্তে জানায়, এই ঘটনার পেছনে পাঁচজন ছিল। একজন গাড়িতে বসেছিল, একজন বাইরে দাঁড়িয়ে ছিল, আর বাকি তিনজন ভিতরে মেশিন ভেঙে টাকা নিয়ে পালায়। ঘটনাস্থলে আসা সহকারী পুলিশ কমিশনার রাজু জানান, "সিসিটিভি ফুটেজের মাধ্যমে আমরা গাড়িটির পথ সনাক্ত করতে পেরেছি। আমরা সন্দেহ করছি, এই গ্যাংটি হরিয়ানার এবং তারা বেঙ্গালুরু ও তামিলনাড়ুর হোসুরেও একই কৌশল ব্যবহার করে ডাকাতি করেছে।"

তদন্তকারীরা আরও জানান, মাইলারদেভপল্লীতে আরেকটি এটিএম লুটের চেষ্টাকালে তারা ইলেকট্রিক শক পেয়ে ব্যর্থ হয়। এই ঘটনার পর পুলিশ বিভিন্ন টিম গঠন করে দোষীদের খোঁজে নেমেছে।