আজকাল ওয়েবডেস্ক:‌ মুম্বইয়ে ভারী বর্ষণ অব্যাহত। এবার নির্ধারিত সময়ের ১৬ দিন আগেই মহারাষ্ট্রে বর্ষা ঢুকেছে। তারপর থেকে টানা বৃষ্টি হয়ে চলেছে। মঙ্গলবারের পর বুধবারও চলছে বৃষ্টি। স্থানীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধ ও বৃহস্পতিবার মধ্য–মহারাষ্ট্রে এবং আগামী ২ জুন পর্যন্ত গোয়া ও কোঙ্কণ উপকূলে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। ইতিমধ্যে হলুদ সতর্কতা জারি হয়েছে মুম্বইয়ে। 


মুম্বইয়ের পাশাপাশি মহারাষ্ট্রের ঠাণে, পুণে, কোলাপুরে বজ্রবিদ্যুৎ–সহ ঝড়বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। রায়গড়, রত্নগিরি, সিন্ধুদূর্গ, সাতারা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতেও ঝড়বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। একটানা ভারী বৃষ্টির জেরে বিমান চলাচল থেকে লোকাল ট্রেন পরিষেবা বিপর্যস্ত। শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ায় যান চলাচলে বিঘ্ন ঘটেছে। কুরলা, সিওন, দাদার এবং পরেলের নিচু এলাকাগুলিতে জনজীবন বিপর্যস্ত। 


আইএমডি জানিয়েছে, মুম্বইয়ে বর্ষা ঢোকার কথা ১১ জুন। কিন্তু এবার তা ১৬ দিন আগেই ঢুকেছে। গত রবিবার রাত থেকে সোমবার বিকেলের মধ্যে শহরের কোথাও কোথাও ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে! ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি)–এর রেকর্ড বলছে, শেষবার মুম্বইয়ে মে মাসে এত বৃষ্টি হয়েছিল ১৯১৮ সালে, অর্থাৎ আজ থেকে ১০৭ বছর আগে। সেই বৃষ্টি হয়েই চলেছে। যা থামার লক্ষ্ণণ দেখা যাচ্ছে না।