আজকাল ওয়েবডেস্ক : ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত মুম্বই। প্রতিটি রাস্তায় যানজটের জেরে জনজীবন বিপর্যস্ত। হাওয়া অফিস জানিয়েছে, সমুদ্রের জল সকাল থেকেই প্রায় সাড়ে চার মিটার উচ্চতায় রয়েছে। পাশাপাশি ভারী বৃষ্টির জেরে জলের পরিমান আরও বাড়ছে। মুম্বইয়ের বিভিন্ন এলাকা জলের তলায়। ইতিমধ্যেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। থানে এলাকায় অরেঞ্জ সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার মধ্য মুম্বইতে ৭৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। পূর্ব এবং পশ্চিম মুম্বইতে বৃষ্টি হয়েছে যথাক্রমে ৫৭ এবং ৬৭ মিলিমিটার।

সমুদ্রের জল বেড়ে যাওয়ার ফলে শহরে জমে থাকা জল বের হতে অনেকটাই সময় লাগছে। বিভিন্ন রেলের লাইনে ইতিমধ্যেই জল জমে গিয়েছে। প্রতিটি ট্রেন নির্ধারিত সময় থেকে অনেক দেরীতে চলছে। অনেক জায়গায় লাইনে জল জমে থাকার জন্য ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে। মুম্বইয়ের যোগাযোগের অন্যতম মাধ্যম অন্ধেরী সাবওয়ে। তবে সেখানে জল জমার ফলে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে সাবওয়েটি।

সাবওয়েতে যাতে কোনও ধরণের দুর্ঘটনা না ঘটে সেদিকে নজর দিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলেই জানিয়েছে প্রশাসনের কর্তারা। অন্যদিকে নাগপুরের বিভিন্ন স্কুল বৃষ্টির জেরে আপাতত ছুটি দেওয়া হয়েছে। বিমান চলাচল কিছুটা ব্যহত হলেও নির্ধারিত সময়েই বিমান চলাচল হচ্ছে। রানওয়েতে যাতে জল না জমে সেদিকে নজর রাখা হয়েছে। নিচু এলাকার বাসিন্দাদের ইতিমধ্যেই সতর্ক থাকতে বলা হয়েছে।