আজকাল ওয়েবডেস্ক: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গোটা দিল্লি। ভেঙে পড়েছে দিল্লির ট্রাফিক ব্যবস্থা। টানা বৃষ্টির জেরে জল জমেছে দিল্লির বিভিন্ন অংশে। জল জমেছে মিন্টু ব্রিজের আন্ডারপাসে, ফিরোজ শাহ রোডে, প্যাটেল চক মেট্রো স্টেশন এলাকা, মহারাজ রঞ্জিত সিং মার্গে।

 

দিল্লি পুরসভার পক্ষ থেকে বলা হয়েছে মেট্রো ব্রিজ আন্ডারপাসে জমা জল না সরা পর্যন্ত সেখানে যান চলাচল করা হবে না। এদিন সকালে মাত্র তিন ঘন্টাতেই জল জমে যায়। পরে জল সরানোর কাজে নেমে পড়েন পুরসভার কর্মীরা। দিল্লি পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জল জমা রাস্তাগুলিকে নিজেদের এক্স হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে। যেখান বেশি জল জমবে সেখানে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।

 

এদিন বেশ কয়েকটি আন্ডারপাসে জল জমে যায় সেখানে আটকে যায় বেশ কয়েকটি গাড়ি। ফলে গাড়ি থেকে চালক এবং যাত্রীদের বের করতে বেশ বেগ পেতে হয় উদ্ধারকারী দলকে। প্রতিবারই দিল্লিতে ভারী বৃষ্টির ফলে একই পরিস্থিতি তৈরি হয়। অবস্থার উন্নতি হয় না।

 

বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। একে অপরকে বিঁধেছেন আপ এবং বিজেপি শিবির। বিগত বছরগুলিতে আপ দুর্নীতি নিয়ে খেলেছে কিন্তু উন্নতি করেনি, অভিযোগ গেরুয়া শিবিরের। অন্যদিকে আপের পক্ষ থেকে বলা হয়েছে বিজেপি গোটা দেশে উন্নতি করতে পারেনি তাই দিল্লির সরকারকে বিঁধছে।