আজকাল ওয়েবডেস্কঃ শিক্ষাক্ষেত্রে যেন ক্রমশ হাসির খোরাক হয়ে উঠেছে। আর আন্দলনের নামে চলছে রীতিমত প্রহসন। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও তাই যেন স্পষ্ট করে দিয়েছে।
ঘটনা দিল্লি বিশ্ববিদ্যালয়ের বলেই জানা গিয়েছে। তবে এর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। প্রধান শিক্ষকের ঘরে জড়ো হয়ে নিজেদের দাবি নিয়ে সরব হয়েছিল পড়ুয়ারা। তবে আন্দলনের ছবি যেন অন্যকথাই বলছিল। আন্দলনের ঘরের চেহারা দেখলে মনে হবে বৈঠকখানা। সেইসময় এক পড়ুয়া আদ্ভুত আচরণে প্রধান শিক্ষককে নিজেদের দাবি জানিয়ে ভিডিও করে। তাঁদের দাবি, ‘কলেজে এসি নেই,অবিলম্বে এসির ব্যবস্থা করা হোক।’ ভিডিওতে পড়ুয়ার মুখে এমনটাই শোনা গিয়েছে। শিক্ষকের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের নামমাত্রও ছিল না তাঁর। স্বাবাভিকভাবেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সঙ্গে এমন আচরণ কাম্য নয়।
ইতিমধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে। ৪ কোটিরও বেশি মানুষ ভিডিওটি দেখেছে।
