আজকাল ওয়েবডেস্কঃ  ক্যাব বাইক বুক করে বিপদে স্ত্রী। হাতে নাতে চালককে করল ধরল স্বামী। অভিযুক্তকে সকলের সামনে এনে ক্ষমা চাওয়াল অভিযোগকারী মহিলার স্বামী। জেনে নিন কী হয়েছিল ওই মহিলার সঙ্গে, যে তাঁর স্বামী বাধ্য হল গোটা ঘটনা সমাজমাধ্যমে শেয়ার করতে। 

গন্তব্য পৌঁছতে ক্যাব বাইক করেছিল ওই মহিলা। চালকের সঙ্গে মেসেজে যোগাযোগ করার সময় অশ্লীল ভাষায় উত্তর দেন চালাক। তড়িঘড়ি গোটা ঘটনার কথা স্বামীকে  জানায় স্ত্রী। অভিযোগ শুনে চটে যান মহিলা্র স্বামী। তারপরই তিনি  ওই চালককে খুঁজে বের করেন। ভিডিও করে ক্ষমাও চাওয়ান  ওই চালক দিয়ে। একইসঙ্গে ভিডিওতে  স্ত্রীয়ের সঙ্গে  হওয়া আপত্তিকর ঘটনার বিষয়ে জানিয়ে যুবক বলেন, চালককে সাধারণ মেসেজ করেছিলেন তাঁর স্ত্রী। উত্তরে কু-ইঙ্গিত দেন ওই চালক। ওই যুবক আরও জানান, তাঁর বোনের সঙ্গেও এ ধরনের ঘটেছিল। ইতিমধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনরা যুবকের এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন।