আজকাল ওয়েবডেস্ক: ডিউটি সেরে ভোরে বাড়ি ফিরেছিলেন। ফিরেই দেখেন, ঘরে স্ত্রী নেই। খানিকক্ষণ ডাকাডাকির পর ছাদে ওঠেন যুবক। ছাদের দরজা খুলতেই চোখ ছানাবড়া তাঁর। সেখানেই প্রেমিকের সঙ্গে স্ত্রীকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন তিনি। তারপরেই যা ঘটল, তাতেই ভয়ে রীতিমতো কাঁপছেন যুবক। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে গুরুগ্রামে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভোরে বাসাই এনক্লেভ এলাকায় ঘটনাটি ঘটেছে। মৌসম নামের যুবক পেশায় ক্যাব চালক। নাইট ডিউটি সেরে ভোরবেলায় বাড়ি ফেরেন। তখনই স্ত্রীকে প্রেমিকের সঙ্গে যৌনতায় লিপ্ত হতে দেখেন। 

মৌসম জানিয়েছেন, ঘরে দেখতে না পেয়ে, ছাদে স্ত্রীকে খুঁজতে যান। তখন প্রেমিকের সঙ্গে তাঁকে দেখে ফেলেন।‌ছাদেই যুবকের মাথায় বন্দুক ঠেকিয়ে হুমকি দেন স্ত্রীর প্রেমিক। এমনকী তাঁকে বেধড়ক মারধর করেন দু'জনে। এরপর স্ত্রী ও প্রেমিক মিলে তাঁকে খুনের হুমকি দেন। মিরাটের মুসকান রাস্তোগীর মতো তাঁকে খুন করে, কেটে ফেলার হুমকি দেন। 

যুবকের চেঁচামেচি শুনে ছুটে আসেন প্রতিবেশীরা‌। তখন ভয়ে পালিয়ে যান স্ত্রী ও তাঁর প্রেমিক। থানায় দু'জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন যুবক। অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।