আজকাল ওয়েবডেস্ক: ভিন শহরে এসেই নতুন আস্তানা খোঁজেন পড়ুয়ারা। কলেজে যাতায়াতের জন্য কাছাকাছিই ঘর খুঁজে নেন। কিন্তু গুজরাটে এসেই নতুন বিপদে পড়লেন এক তরুণী। কোনও ঘরেই ঠাঁই পেলেন না! এমনকী তাঁকে তাড়িয়েও দেন এক ফ্ল্যাটের মালিক! কারণ? তাঁর কোনও বয়ফ্রেন্ড নেই।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে গুজরাটের গান্ধীনগরে। এক যুবক সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় লেখেন, তাঁর বোন কলেজ পড়ুয়া। গান্ধীনগরে ঘর ভাড়া খুঁজছিলেন কয়েকদিন ধরে। অবশেষে শহরেই একটি তিন বেডরুমের ফ্ল্যাট ভাড়া পান। আরও দুই তরুণীর সঙ্গে সেই ফ্ল্যাটেই থাকার কথা ছিল তাঁর।
প্রথমেই ব্রোকার জানিয়ে দেন, তাঁরা অবিবাহিত হলেও, মালিক সম্ভবত সমস্যা করতে পারেন। কিন্তু তিনিই বুঝিয়ে বলবেন। সেই মতো খানিকটা টাকাও ব্রোকারকে দিয়ে দেন তরুণীরা। ফ্ল্যাটে ঢুকতে গিয়ে প্রতিবেশীদের প্রশ্নে জর্জরিত হয়ে যান ওই তরুণী। তাঁকে প্রথমেই জিজ্ঞেস করা হয়, বয়ফ্রেন্ড আছে কিনা, বিবাহিত কিনা। তরুণী জানান, তিনি কলেজে পড়ছেন এবং সিঙ্গেল। এখনও বিয়ে করেননি। এটি শুনেই তাঁকে আর ওই ফ্ল্যাটে ঢুকতে দেওয়া হয়নি।
ফ্ল্যাটের মালিক, এবং ওই বিল্ডিংয়ের মালিকও তরুণীকে তাড়িয়ে দেন। খোদ প্রধানমন্ত্রীর রাজ্যে এইধরনের সমস্যার সম্মুখীন হয়ে বেজায় ক্ষুব্ধ তাঁরা। পোস্টটি পড়ে কয়েকজন লিখেছেন, অবিবাহিত তরুণীদের ঘর ভাড়া পাওয়া সব শহরেই কঠিন। বয়স কম শুনেই ঘর ভাড়া দিতে চান না মালিকরা।
