আজকাল ওয়েবডেস্ক: বিয়েবাড়িতে গান-বাজনার আসরে টাকা ওড়ানোর চল রয়েছে বহু রাজ্যেই। ব্যান্ডপার্টির পারফরম্যান্সে খুশি হয়েও টাকা ওড়ান অনেকে। কিন্তু বিয়ের আসরে টাকার বৃষ্টির কথা আগে শুনেছেন কি? তাও আবার লক্ষ লক্ষ টাকা। সম্প্রতি এমন এক কাণ্ডেই রীতিমতো চমকে উঠেছেন নেটিজেনরা।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর এলাকায়। ওই এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে ২০ লক্ষ টাকা ওড়ানো হয়। প্রায় ঘণ্টা খানেক ১০০, ২০০ ও ৫০০ টাকার নোট ওড়ে হাওয়ায়। ঘটনাটি ঘটিয়েছেন বরপক্ষের আত্মীয়রা। লক্ষ লক্ষ টাকা কুড়োতে গিয়ে হুলস্থুল কাণ্ড হয় বিয়ের আসরে। আমন্ত্রিত থেকে কনের আত্মীয়রাও রীতিমতো চমকে ওঠেন।
বিয়েবাড়িতে লক্ষ লক্ষ টাকা ওড়ানোর ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। লক্ষাধিক মানুষ সেটি দেখেওছেন। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, কেউ বাড়ির ছাদে উঠে, কেউ জেসিবির উপরে উঠে টাকা ওড়াচ্ছেন। উপর থেকে একনাগাড়ে গোছা গোছা নোট পড়ছে মাটিতে। বিয়েবাড়িতে তুমুল আনন্দে মেতে উঠে ২০ লক্ষ টাকা কয়েক টাকা ব্যয় করেন বরপক্ষের আত্মীয়রা।
তবে ভাইরাল ভিডিও দেখে যারপরনাই ক্ষুব্ধ নেটিজেনরা। টাকা ওড়ানোর বদলে গরিব মানুষের মধ্যে তা ভাগ করে দেওয়ার পক্ষেই সরব হয়েছেন সকলে। কারও মতে, কোনও এনজিওতেও আর্থিক সাহায্য করা যেত। এভাবে আনন্দে মেতে লক্ষ লক্ষ টাকা অপচয় করার কোনও যুক্তি নেই।
