আজকাল ওয়েবডেস্ক: বিয়ের নানা আচার-অনুষ্ঠানের ভিডিও, ছবি প্রায়ই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কোনও ভিডিও মন ছুঁয়ে যায় অনেকের, কোনও ভিডিও দেখে সমালোচনায় সরব হন কেউ কেউ, আবার কোনও ভিডিও দেখে হেসে লুটোপুটি খান নেটিজেনরা। তেমনই এক বিয়ের ভিডিও সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে। 

ধুমধাম করে বিয়ের আয়োজন। আলোয় সাজানো বাড়ি। একদিকে বাজছে গান। সেজেগুজে নিমন্ত্রিতরাও হাজির। খাওয়াদাওয়া, গল্পে মশগুল সকলে। কিন্তু সকলের মাঝে ভিন্ন মেজাজে দেখা গেল পাত্রকে।‌ বিয়ের মন্ত্র উচ্চারণের সময় তিনি রীতিমতো আড্ডার মেজাজে। গম্ভীর মুখে মন্ত্র উচ্চারণে নারাজ তিনি। বদলে, পুরোহিতের কন্ঠে মন্ত্র শুনে মজার মজার উত্তর দিয়ে আসরের সকলকে মাতিয়ে রাখলেন। 

সম্প্রতি সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে হু হু করে। ভিডিওতে দেখা গেছে, বিয়ের জমকালো সাজে মণ্ডপে পাশাপাশি বসে আছেন পাত্র ও পাত্রী। তাঁদের ঘিরে রেখেছেন আত্মীয়রা। সাত পাক ঘোরার পরেই মন্ত্র উচ্চারণ করছেন পুরোহিত। হিন্দি রীতি অনুযায়ী, এই মন্ত্রগুলিতেই লুকিয়ে থাকে সুখী দাম্পত্যের চাবিকাঠি। বিয়ের পর স্বামী, স্ত্রী একে অপরকে কীভাবে আগলে রাখবেন তাও মন্ত্রের মধ্যে লুকিয়ে রয়েছে। 

আরও পড়ুন: 'মুঝকো পিনা হ্যায় পিনে দো', দুর্গাপুরে বিজেপির কর্মীসভায় মিঠুনকে স্বাগত জানাতে বেজে উঠল এই গান

বিয়ের রীতি চলাকালীন পুরোহিত বলেন, 'যখন তুমি রাগ, অভিমান করবে, আমিই তোমায় সান্ত্বনা দেব।' পুরোহিতের কন্ঠে এই কথা শোনা মাত্রই পাত্র মজার ছলে বলে ওঠেন, 'আপনি সান্ত্বনা দেবেন?' তারপরেই বলেন, 'নাকি আমি আমার স্ত্রীকে সান্ত্বনা দেব!' যুবকের এহেন কীর্তিতে পুরোহিতের চোখ ছানাবড়া হয়ে যায়। 

মজার কথাটি শুনে হাসতে হাসতে লুটোপুটি খান আত্মীয়, পরিজনরা। এমনকী বিয়ের মণ্ডপে বসে পাত্রীও আর হাসি চেপে রাখতে পারেননি। পাত্রের পাশে বসে তিনিও হাসতে হাসতে লুটোপুটি খান। বিয়ের মণ্ডপে পাত্র ও পাত্রীর এমন মজার ভিডিওটি নজর কেড়েছে নেটিজেনদের। সকলেই তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন মুহূর্তটি। 

আরও পড়ুন: ছেলের শুক্রাণু কম, সন্তানের জন্য পুত্রবধূকে লাগাতার ধর্ষণ শ্বশুরের, বিবাহিত দেওরের যৌন লালসারও শিকার!

ইতিমধ্যেই ইনস্টাগ্রামে ভিডিওটি তিন লক্ষের বেশি মানুষ দেখেছেন। কয়েক হাজার কমেন্ট রয়েছে তাতে।‌ একজন লিখেছেন, 'পাত্রের ব্যক্তিত্ব বেশ মজার। পাত্রীর বিবাহিত জীবন সুখের হবে। আজীবন তাঁদের হাসাহাসি করেই কাটবে।' আরেকজন লিখেছেন, 'পুরোহিত যদি সত্যিই স্ত্রীকে সান্ত্বনা দেন, আপনার তখন মুখ গোমড়া হয়ে যাবে।' আরেকজন লিখেছেন, 'আজকের রাতে যখন হাসিঠাট্টা করে নিন। বিয়ের পরদিন থেকেই তো মুখের হাসি গায়েব হয়ে যাবে।' 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by @jaygogadecoration9094