আজকাল ওয়েবডেস্ক: কতই বা বয়স হবে! আট বছর। স্কুল পড়ুয়া খুদে উঠছিল লিফট-এ। আচমকা লিফটের দরজা খুলতেই ঢুকে পড়ে এক কুকুর, সঙ্গে অবশ্য ছিলেন আরও এক মহিলা। কিন্তু আচমকা কুকুর দেখে ভয় পেয়ে যায় ওই খুদে। কুকুরটি বাঁধা অবস্থায় ছিলও না। কুকুরের গলায় বেল্ট না থাকলে, খোলা কুকুর নিয়ে লিফটে না উঠতে বলে খুদে। ব্যাস। একথা শুনেই তার উপর চড়াও হন মহিলা। পরপর চড়-থাপ্পড় দেন কিশোরকে। শেষপর্যন্ত মধ্যস্থতা করতে হল পুলিশকে।

 

?ref_src=twsrc%5Etfw">February 19, 2025

 

ঠিক কী ঘটেছিল? নয়ডার ঘটনা প্রসঙ্গে সামনে এসেছে একটি সিসিটিভি ফুটেজ। তাতে দেখা গিয়েছে, বুধবার বিকেলে গৌর সিটি ২-এ ওই খুদে লিফটে উঠছিল। জানা গিয়েছে টিউশন থেকে বাড়ি ফিরছিল সে। কুকুর লিফটে ঢুকে পড়তেই আঁতকে ওঠে সে। খুদে আতঙ্কিত হয়ে মহিলাকে বলেন, খোলা অবস্থায় কুকুরকে নিয়ে লিফটে না উঠতে। সাধারণত অন্যরাও যাতায়াত করেন, সেই কারণও জানায় সে।

ঘটনা ঘটে তারপরই। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ওই মহিলা আচমকা টেনে বের করে দিচ্ছেন খুদেকে লিফটের বাইরে। চড় থাপ্পড় মারছেন। লিফটের দরজা খুলেই ওই খুদেকে কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে যেতে দেখা যায়। 

ঘটনা প্রকাশ্যে আসতেই, প্রতিবাদ দেখান আবাসনের অন্য বাসিন্দারা। পুলিশে অভিযোগ দায়ের হয়। জানা গিয়েছে ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে। পুলিশ তদন্ত চালাচ্ছে।