আজকাল ওয়েবডেস্ক: ইউটিউবের একটি ভিডিওতে দাবি করা হয়েছে, ২০২৬ সালের মধ্যে ৫০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়া হবে। ভিডিওটি আপলোড হওয়ার পর থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে। এরপরই আমজনতার বিভ্রান্তি কমাতে বাজারে নেমেছে কেন্দ্রীয় সরকার। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এই খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ক্যাপিটাল টিভি নামে একটি ইউটিউব চ্যানেলে ২ জুন একটি ভিডিও পোস্ট করা হয়।

১২ মিনিটের ওই ভিডিওতে দাবি করা হয়, আগামী বছরের মার্চ মাস থেকে ধাপে ধাপে ৫০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়া শুরু হবে। এই ভিডিও ইতিমধ্যেই পাঁচ লক্ষাধিক ভিউ পেয়েছে। এই প্রসঙ্গে প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে জানায়, ৫০০ টাকার নোট বাতিল করার কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এটি বাজারে এখনও সম্পূর্ণ ভাবে বৈধ। পাশাপাশি সাধারণ নাগরিকদের সতর্ক করে জানানো হয়েছে, এই ধরনের ভুয়ো খবরের ফাঁদে না পড়ে সবসময় সরকারিভাবে যাচাই করে তবেই এরকম তথ্যে বিশ্বাস করা উচিত।

উল্লেখ্য, ২০১৬ সালের নোটবন্দির সময় ৫০০ ও ১০০০ টাকার পুরনো নোট বাতিল করে, নতুন ডিজাইনের ৫০০ নোট চালু করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই নতুন নোটের মাপ ৬৬ মিলিমিটার × ১৫০ মিলিমিটার। বর্তমানে ৫০০ টাকার রঙ স্টোন গ্রে। এতে ছবি রয়েছে লালকেল্লার। মোট ১৭টি ভাষায় লেখা রয়েছে মূল্য। প্রসঙ্গত, ২০০০ টাকার নোট ইতিমধ্যেই ২০২৩ সালে বাজার থেকে তুলে নেওয়া হয়েছে। যদিও তা এখনও বৈধ মুদ্রা হিসেবেই গণ্য হয়। তবে ৫০০ টাকার নোট নিয়ে ছড়ানো গুজব যে ভিত্তিহীন, তা পরিষ্কার জানিয়ে দিয়েছে কেন্দ্র।