আজকাল ওয়েবডেস্ক : আধার কার্ড প্রতিটি ভারতের নাগরিকের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। এটি বিভিন্ন সরকারি এবং বেসরকারি কাজে ব্যবহৃত হয়। তবে, প্রতিদিনের জীবনে আধার কার্ড সব সময় বহন করা সুবিধাজনক নয় এবং এটি হারিয়ে বা চুরি হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। এমন পরিস্থিতিতে, আপনি ব্যবহার করতে পারেন ই-আধার।
ই-আধার একটি ঠিকানা এবং পরিচয় প্রমাণপত্র হিসেবে কাজ করে, ঠিক যেমন আধার কার্ড। এটি আধার কার্ডের সব তথ্য ধারণ করে এবং ডিজিটালি সাইন হিসাবে অনুমোদিত হয়। সহজভাবে বলতে গেলে, ই-আধার হল আধার কার্ডের একটি নিরাপদ, পাসওয়ার্ড সুরক্ষিত এবং ডিজিটালি সাইন করা কপি। অর্থাৎ, ই-আধার হল আপনার আধার কার্ডের ডিজিটাল রূপ। এটি আপনি আপনার ফোনে সংরক্ষণ করতে পারেন। আলাদা কোনও কাগজপত্র রাখার প্রয়োজন নেই।
ই-আধার আপনার আধার কার্ডের মতোই বৈধ। এটি পরিচয় প্রমাণপত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে, যেমন পাসপোর্ট আবেদন করার সময় পরিচয় এবং ঠিকানা প্রমাণ হিসেবে। তাছাড়া, ই-আধার ব্যবহার করা যেতে পারে অফলাইন যাচাইয়ের জন্যও। বর্তমানে ই-আধার বেশ জনপ্রিয়, ডিম্যাট অ্যাকাউন্ট থেকে শুরু করে বেসরকারি অফিসে ব্যাপক ব্যবহার হচ্ছে।
ই-আধার ডাউনলোড করার পদ্ধতি:
গুগল প্লে স্টোর থেকে এম আধার অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করুন।
অ্যাপটি খুলে আপনার ১২ অঙ্কের আধার নম্বর অথবা ২৮ অঙ্কের নম্বর দিয়ে দিন ।
আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরটি দিন এবং ওটিপি অপশনে ক্লিক করুন।
মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে। সেটি দিয়ে ভেরিফাই ক্লিক করুন।
আধার ডাউনলোড অপশনটি ক্লিক করুন।
আপনার আধার পাসওয়ার্ড দিন এবং সাবমিট বাটনে ক্লিক করুন।
এখন আপনার ই-আধার পিডিএফ ফরম্যাটে ডাউনলোড হয়ে যাবে। আপনি যে কোনো পিডিএফ রিডার অ্যাপে এটি দেখতে পারবেন।
এইভাবে, আপনি সহজেই আপনার আধার কার্ডের ডিজিটাল কপি সংগ্রহ করতে পারবেন এবং যেকোনো প্রয়োজনীয় কাজের জন্য এটি ব্যবহার করতে পারবেন।
