আজকাল ওয়েবডেস্ক: দুই বর্ষীয়ান। গুগল সার্চই ফিরিয়ে দিল তাঁদের পরিবারে। দুজনেই বর্ষীয়ান। বাড়ি থেকে হারিয়ে গিয়েছিলেন তাঁরা। ফিরে পেলেন পরিবার। 

কিন্তু এতে গুগল সার্চের কী ভূমিকা? জানা গিয়েছে, ওই দুই বৃদ্ধের পরিবারের খোঁজ করার জন্য মহারাষ্ট্রের একটি সংস্থা স্থানীয় সংগঠনের সঙ্গে যোগাযোগ করার জন্য বেহস কয়েকবার গুগল সার্চ করেছিলেন।

মাভজিভাই ভাঘরি, বয়স ৭০। তিনি মানসিক অসুস্থতায় ভুগছিলেন বলে জানা গিয়েছে। গুজরাতের ভাদোদরার কাছে তাঁর বাড়ি থেকে নিখোঁজ হয়েছিলেন এবং ১৪ সেপ্টেম্বর পালঘর জেলার নাল্লাসোপাড়ায় তাঁকে উদ্ধার করা হয়, তারপরে তাঁকে একটি আশ্রমে রাখা হয়েছিল। 


জীবন আনন্দ সংস্থা নামের ওই এনজিও-র কর্মীরা ওই ব্যক্তির কাছে তাঁর বাড়ির এলাকার নাম শোনার পর বেশ কয়েকবার গুগল সার্চ করেন। সেখানকার স্থানীয় পুলিশদের সঙ্গে যোগাযোগ করেন। ১৫ সেপ্টেম্বরই তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয় ওই ব্যক্তিকে।

পদি গোমা ভুকরে, ৭০ বছরের এক আদিবাসী মহিলাকেও একই ভাবে তাঁর ঘরে ফিরিয়ে দিয়েছে গুগল সার্চ। নাভী মুম্বই থেকে তিনি নিখোঁজ হয়েছিলেন। মহারাষ্ট্রেই তিনি একটি বাস থেকে নামতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন, ওই একই সংস্থা তাঁকে আশ্রয় দেয় ১৪ সেপ্টেম্বর রাতে। ভুকরের বাড়ির খোঁজ চালায় ওই সংস্থা গুগল সার্চ করে, এলাকার খোঁজ মেলার পর যোগাযোগ করা হয়, এবং পরে তাঁকে পরিবারে ফিরিয়ে দেওয়া হয়।