আজকাল ওয়েবডেস্ক:  কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর। সপ্তম পে কমিশনের আওতায় তাঁরা বছরে দুবার মূল বেতন এবং ডিএ বাড়বে। মার্চ এবং অক্টোবর মাসে এই ঘোষণা করা হয়। কিন্তু খুশির খবর হল চলতি বছরে সেপ্টেম্বর মাসেই ডিএ ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার।

 

জানুয়ারি থেকে জুন এই মাসে ইতিমধ্যেই ডিএ ঘোষণা করেছে কেন্দ্র। সেখানে ৩ শতাংশ হারে বেড়েছে ডিএ। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। রিপোর্ট থেকে জানা গিয়েছে ২৫ সেপ্টেম্বর ক্যাবিনেটের বৈঠক রয়েছে। এরপরই ঘোষণা হবে ডিএ। যাদের মাসে মাইনে ৫০ হাজার টাকা তাঁদের বাড়বে ১৫০০ টাকা করে।

 

যদি সেপ্টেম্বর মাসেই ডিএ ঘোষণা হয়ে যায় তবে অক্টোবর মাস থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মীরা নতুন ডিএ পাবেন। চলতি বছরের জানুয়ারি মাসে কেন্দ্রীয় সরকার ডিএ বাড়িয়েছিল ৪ শতাংশ। এরপরই ডিএ হয়ে যায় ৫০ শতাংশ। এরপর ফের ৩ শতাংশ হারে বাড়ে ডিএ। বর্তমানে ডিএ রয়েছে ৫৩ শতাংশ। ফের যদি ডিএ বাড়ে তবে ফের চওড়া হাসি ফুটবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মুখে।