আজকাল ওয়েবডেস্ক: মোদি মন্ত্রিসভা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা (ডিএ) ২ শতাংশ বৃদ্ধির অনুমোদন করেছে। ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ ৫৩ শতাংশ থেকে বেড়ে হচ্ছে ৫৫ শতাংশ। তবে গত কয়েক বছরের মধ্যে এটাই মহার্ঘ ভাতা বৃদ্ধির সবচেয়ে কম হার। 

সর্বশেষ ডিএ বৃদ্ধি করা হয়েছিল ২০২৪ সালের জুলাই মাসে। সেই সময় ডিএ ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৫৩ শতাংশ করা হয়েছিল।

মহার্ঘ ভাতা (ডিএ) হল, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির ফলে সরকারি কর্মচারীদের দেয় অনুদান বা ভাতা। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে বেতনের মূল্য যাতে হ্রাস না হয় তা নিশ্চিৎ করতেই এই ভাতা বা অনুদান দেওয়া হয়ে থাকে। প্রতি ১০ বছর অন্তর বেতন কমিশন সরকার কর্মচারীদের মূল বেতন নির্ধারণ করে, এরপর মুদ্রাস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে ডিএ পর্যায়ক্রমে সমন্বয় করা হয়।

মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে কারা উপকৃত হবেন?
মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীরা উপকৃত হবেন।

হোলির আগে কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা (ডিএ) এবং মহার্ঘ ত্রাণ (ডিআর) বৃদ্ধির ঘোষণা করতে পারে বলে জল্পনা ছিল। বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ডিএ ২ শতাংশ বৃদ্ধির আশা করা হয়েছিল।

সরকার কীভাবে ডিএ নির্ধারণ করে?
ডিএ হার নির্ধারণ করা হয় শিল্প শ্রমিকদের জন্য সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক (AICPI-IW) তথ্যের উপর ভিত্তি করে। সরকার কোনও সংশোধনের সিদ্ধান্ত নেওয়ার আগে গত ছয় মাসের পরিসংখ্যান মূল্যায়ন করে। তবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকের পরে ডিএ বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত নিশ্চিত করা হয়।

কেন এবার সবচেয়ে কম হারে ডিএ বাড়ল?
মূল্যবৃদ্ধি ডিএ নির্ধারণের অন্যতম মানদণ্ড। কিন্তু এই ত্রৈমাসিকে খুচরো পণ্যের মূল্যবৃদ্ধির হার সবচেয়ে কম। সেই কারণেই ডিএ বৃদ্ধির হার কমছে বলে অনুমান।