আজকাল ওয়েবডেস্ক: প্রেমের সম্পর্কে থেকেও অন্য মেয়ের সঙ্গে গল্পে মশগুল প্রেমিক। আগেই সন্দেহ হয়েছিল। এবার হাতেনাতে দু'জনকে ধরলেন তরুণী। প্রেমিকের সঙ্গে সেখানেই তুমুল ঝামেলা শুরু তাঁর। শেষমেশ হাতাহাতিও হল। যুগলের এই কীর্তিতে হুলস্থুল কাণ্ড মেট্রো স্টেশনে। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে ওই যুগলকে মারপিট করতে দেখা গেছে। ভিডিওতে দেখা গেছে, তরুণী লাল রঙের পোশাকে সেজে প্রেমিকের সঙ্গে দেখা করতে এসেছিলেন। কিন্তু মেট্রো স্টেশনে পৌঁছেই দেখেন, প্রেমিক অন্য মেয়ের সঙ্গে গল্প করছেন। ওই অবস্থায় দেখেই রেগে আগুন তিনি। তখনই প্রেমিকের সঙ্গে ঝামেলা শুরু করেন। 

প্রেমিকের জামা ধরে বকাঝকা করতে শুরু করেন তরুণী। 'তুই নিজেকে কী ভাবিস', বলতে বলতে একাধিকবার ধাক্কা দেন তাঁকে। অবশেষে তরুণীকে একধাক্কায় মাটিতে ফেলে দেন যুবক। চিৎকার করে ওঠেন তরুণী। তারপরেও দু'জনের মধ্যে অশান্তি চলতে থাকে। আশেপাশের লোকজন দেখেও, থামাতে কেউ এগিয়ে আসেননি। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ভ্যালেন্টাইন্স ডে-তে। দিল্লির কোনও এক মেট্রো স্টেশনে এই প্রেমিক যুগল হাতাহাতিতে জড়ান। যে ভিডিও ঘিরে জোর চর্চা সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা মন্তব্য করেছেন, প্রেম নয়, ভ্যালেন্টাইন্স ডে-তে বিচ্ছেদ সামলাতে ব্যস্ত এই যুগল।