আজকাল ওয়েবডেস্ক: মাত্র ৫ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু। এই দুর্ঘটনা ঘটেছে নয়ডাতে৷ জানা গিয়েছে, ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। সূত্রে খবর পাওয়া গিয়েছে নয়ডার সেক্টর ৩০-এ সম্প্রতি একটি বিলাসবহুল গাড়ি ও একটি স্কুটির ভয়াবহ সংঘর্ষ হয়। শনিবার রাতে এই দুর্ঘটনার কথা জানা গিয়েছে৷ রোববার পুলিশ জানিয়েছে যে তারা অভিযুক্তদের ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। ঘটনার প্রেক্ষিতে বিএমডব্লিউ গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, নয়ডা পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে যশ শর্মা এবং অভিষেক রাওয়াত নামে দুই ছাত্র ওই গাড়িতে ছিলেন। তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। দুর্ঘটনার সময় স্কুটিতে ছিলেন গুল মোহাম্মদ এবং তাঁর শ্যালক রাজা। সদারপুর এলাকার বাসিন্দা তাঁরা। খবর মারফত তাঁরা তাঁদের অসুস্থ ৫ বছর বয়সী শিশুকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। সেই সময় আচমলা একটি বেপরোয়া বিএমডব্লিউ গাড়ি এসে তাঁদের স্কুটিকে ধাক্কা দেয়। তীব্র এই সংঘর্ষে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। বাকি দু'জনকে গুরুতর আহত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র মারফত, এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেক ব্যবহারকারী তাঁদের ক্ষোভ উগড়ে দিয়েছেন মন্তব্যে। অনেকেই এই দুর্ঘটনাটিকে পুনের পোরশে দুর্ঘটনার সঙ্গে তুলনা করছেন। বর্তমানে পুলিশ এই ঘটনায় তদন্ত জারি রেখেছে বলে খবর। পরবর্তীতে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে আশ্বাস দেওয়া হয়েছে।
অন্যদিকে, এর আগে জুলাই মাসের শুরুতে গ্রেটার নয়ডাতে আরও এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। গৌর সিটি ২-তে এই ঘটনার খবর পাওয়া যায়। সেখানে দুর্ঘটনার জেরে এক ৫৪ বছর বয়সী মহিলা প্রাণ হারিয়েছেন। একইসঙ্গে তাঁর স্বামী গুরুতর আহত হয়েছেন। নিহত প্রৌঢ়ার নাম সরিতা চৌধুরী। যিনি গ্রেটার নয়ডা ওয়েস্টের রক্ষা অ্যাডেলা সোসাইটির বাসিন্দা ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন ওই দম্পতি মন্দির থেকে প্রার্থনা করে ফিরছিলেন। মাঝপথে একটি রাস্তার পাশের দোকান থেকে কিছু ফল কিনতে থেমেছিলেন।
এরপর ফের যাত্রা শুরু করতেই হঠাৎ একটি বন্য ষাঁড় তাঁদের স্কুটির সামনে এসে পড়ে। এমন আকস্মিক ঘটনায় সেটিকে এড়াতে গিয়ে চালক নারায়ণ বাবু হঠাৎ স্কুটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ঠিক সেই মুহূর্তে একটি ডাম্পার ট্রাক পেছন থেকে দ্রুত গতিতে এসে তাঁদের স্কুটিকে ধাক্কা মারে। এতে উভয়েই রাস্তায় ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ চিকিৎসাকালীন চিকিৎসকরা সরিতা চৌধুরীকে মৃত ঘোষণা করেন।
সম্প্রতি মুম্বাইয়ে ভয়াবহ এক দুর্ঘটনায় একজন নিহত হন৷ ঘটনাটি বান্দ্রা-ওরলি সি লিংক টোল প্লাজার কাছে ঘটে৷ খবর অনুযায়ী বেপরোয়া গাড়ির ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়৷ জানা গিয়েছে নিহত মহিলার বয়স ৫০ বছর। মহিলার এমন আচমকা মৃত্যুতে চমকে উঠেছে দেশ।
আরও পড়ুনঃ স্কুল চলাকালীন আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ছাদ! রাজস্থানে ভয়াবহ ঘটনায় নিহত সাত শিশু, আহত আরও অনেকে
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের কোনও এক রবিবার দুর্ঘটনাটি ঘটে৷ আনুমানিক রাত ১০ টা নাগাদ এটি ঘটে৷ খবর অনুযায়ী, সেখানেও এক বেপরোয়া গাড়ি রাস্তা দিয়ে আসছিল৷ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। গাড়ির চালক মূল অভিযুক্ত গুরবিন্দরসীং খীর৷
চলতি বছরে বিগত কয়েক মাসে একাধিক সড়ক দু্র্ঘটনা ঘটেছে৷ সম্প্রতি দিল্লিতে এক হাড়হিম করা পথ দু্র্ঘটনা ঘটেছে। খবর মারফত দিল্লির বসন্ত বিহারে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। একটি বেপরোয়া অডি ফুটপাতে ঘুমন্ত পাঁচজনকে পিষে ফেলে। নিহতদের মধ্যে দুই দম্পতি এবং তাঁদের আট বছর বয়সী মেয়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনাস্থল থেকেই অভিযুক্ত চালককে গ্রেপ্তার করা হয়েছে বলে৷ পরবর্তীতে দ্রুত জামিনে মুক্তি দেওয়া হয় অভিযুক্তকে। মর্মান্তিক এই ঘটনায় কেবল দিল্লি নয়, গোটা দেশ হুলুস্থুল।
