আজকাল ওয়েবডেস্ক: ভূমিধ্বস বিধ্বস্থ ওয়েনাড়কে সাহায্যের জন্য বড় উদ্যোগ কিশোরীর। ফান্ড এর জন্য টানা কয়েকঘন্টা ভরতনাট্যম করল ১৩ বছরের খুদে। জানা গিয়েছে, সে তামিলনাড়ুর বাসিন্দা।
বৃহস্পতিবার নিজের সঞ্চয় সহ, অর্জিত মোট ১৫ হাজার টাকা মুখ্যমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে জমা দিয়েছে সে। কেরল সরকারের পক্ষ থেকে সমাজমাধ্যমে ওই বিশেষ মুহূর্তের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে ইতিমধ্যে।
কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন ওই কিশোরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তাকে আশীর্বাদ করেছেন বলে জানানো হয়েছে। ৩০ জুলাই পরপর ভূমিধসের ঘটনা ঘটে ওয়েনাড়ে। শেষ পাওয়া খবর অনুযায়ী, মনে করা হচ্ছে অন্তত ৩০০ জনের প্রাণ গিয়েছে ভয়াবহ বিপর্যয়ে। ক্ষতি হয়েছে বহুমূল্যের। এবার বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়াতে বড় উদ্যোগ খুদের।
বৃহস্পতিবার নিজের সঞ্চয় সহ, অর্জিত মোট ১৫ হাজার টাকা মুখ্যমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে জমা দিয়েছে সে। কেরল সরকারের পক্ষ থেকে সমাজমাধ্যমে ওই বিশেষ মুহূর্তের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে ইতিমধ্যে।
কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন ওই কিশোরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তাকে আশীর্বাদ করেছেন বলে জানানো হয়েছে। ৩০ জুলাই পরপর ভূমিধসের ঘটনা ঘটে ওয়েনাড়ে। শেষ পাওয়া খবর অনুযায়ী, মনে করা হচ্ছে অন্তত ৩০০ জনের প্রাণ গিয়েছে ভয়াবহ বিপর্যয়ে। ক্ষতি হয়েছে বহুমূল্যের। এবার বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়াতে বড় উদ্যোগ খুদের।
