আজকাল ওয়েবডেস্ক:‌ মার্চের শুরুতেই বাড়ল গ্যাস সিলিন্ডারের দাম। তবে দাম বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। গৃহস্থের রান্নাঘরে যে সিলিন্ডার ব্যবহার হয় সেই ১৪.২ কেজির সিলিন্ডারের দামে কোনও হেরফের হচ্ছে না বলে জানিয়েছে খনিজ তেল সরবরাহকারী সংস্থাগুলি।


খনিজ তেল সরবরাহকারী সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, দেশের প্রায় সব জায়গাতেই কমবেশি বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ছে। শনিবার থেকেই নতুন দাম কার্যকর হবে দেশ জুড়ে। মূলত হোটেল, রেস্তরাঁয় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়। আর এই সিলিন্ডারের দামই ফের বাড়ল।


ফেব্রুয়ারি মাসে কলকাতায় বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার পিছু দাম ছিল ১,৯০৭ টাকা। ১ মার্চ থেকে সেই দাম এক ধাক্কায় ছয় টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্চের গোড়া থেকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারপিছু দাম বেড়ে দাঁড়াচ্ছে ১,৯১৩ টাকা। আবার দিল্লিতে ১,৭৯৭ টাকা থেকে দাম বেড়ে হয়েছে ১,৮০৩। রাজধানীতেও সিলিন্ডার পিছু দাম বেড়েছে ৬ টাকা। মুম্বই ও চেন্নাইয়ে দাম হয়েছে যথাক্রমে ১,৭৫৫ ও ১,৯৬৫ টাকা। এই দুই শহরেও ৬ টাকা করে বেড়েছে দাম। তবে গৃহস্থের ১৪.২ কেজির সিলিন্ডারের দাম ৮২৯ টাকাই থাকছে। 


গত বছরেরও একাধিক বার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছিল। যদিও ফেব্রুয়ারি মাসে শেষবার কমেছিল সিলিন্ডার পিছু ৭ টাকা করে দাম।