আজকাল ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশের একটি ছোট্ট গ্রাম আমদারা থেকে জীবন শুরু হয়েছিল সুরভি গৌতমের। বর্তমানে গোটা দেশের মধ্যে পঞ্চাশ ব়্যাঙ্ক করে ইউপিএসসি পাশ করেছেন তিনি। আইএএস অফিসার সুরভি গৌতমের জীবনে রয়েছে শুধুই অধ্যাবসায়। সাতনা জেলার আমদারা গ্রামে একটি সরকারি স্কুলে পড়াশোনা শুরু সুরভির। পড়াশোনায় বরাবরই মেধাবী ছিলেন তিনি।

 

 

দশম এবং দ্বাদশ শ্রেণীতে রাজ্যের মধ্যে মেধাতালিকাতেও নাম ছিল তাঁর। তবেন স্কুলের শেষ বছরে এক কঠিন রোগে আক্রান্ত হন সুরভি। চিকিৎসার জন্য প্রতি দুই সপ্তাহে প্রায় ১৫০ কিলোমিটার দূরে জবলপুরে যেতে হত তাঁকে। তার মধ্যে দিয়েই পড়াশোনা করে রাজ্যের ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষায় দুর্দান্ত ফল করেন এবং ভোপালে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পান।

 

 

বিটেক পাশ করে টাটা কনসালটেন্সি সার্ভিসেসে চাকরি পান সুরভি। কিন্তু তাঁর লক্ষ্য ছিল সিভিল সার্ভিস। কঠোর পরিশ্রম করে ISRO, BARC, এবং MPPSC-এর মত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হন। ২০১৬ সালে ইউপিএসসি পরীক্ষায় গোটা দেশের মধ্যে ৫০ হয়ে আইএএস পদে যোগদান করেন।