আজকাল ওয়েবডেস্ক:‌ হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে তীব্র কোন্দল বিজেপিতে। বুধবারই ৬৭ জনের প্রার্থীতালিকা প্রকাশ করেছে বিজেপি। সেই তালিকা দেখেই অসন্তোষ প্রকাশ করে মন্ত্রী থেকে অনেক নেতাই গেরুয়া শিবির থেকে পদত্যাগ করেছেন।

 


প্রসঙ্গত, ৫ অক্টোবর হরিয়ানা বিধানসভায় নির্বাচন। টিকিট না পেয়ে ইতিমধ্যেই পদত্যাগ করেছেন বিদ্যুৎ মন্ত্রী রঞ্জিত সিং ছাড়াও বিশ্বম্ভর সিং বাল্মিকী, প্রাক্তন মন্ত্রী করণ দেব কম্বোজ ও কবিতা জৈন, সাংসদ সাবিত্রী জিন্দাল। 

 


ইতিমধ্যেই রাতিয়ার বিধায়ক লক্ষ্ণণ নাপা ঘোষণা করে দিয়েছেন যে তিনি কংগ্রেসে যোগ দিতে চলেছেন। ওই আসনে বিজেপি প্রার্থী করেছে রাজ্যসভার সাংসদ সুনীতা দুগ্গলকে। এদিকে, নাপা জানিয়ে দিয়েছেন, কংগ্রেস নাকি তাঁকে কথা দিয়েছে দলে যোগ দিলেই টিকিট দেওয়া হবে। আর তা না হলেও কংগ্রেসের হয়ে কাজ করার জন্য অঙ্গিকারবদ্ধ বলে জানিয়েছেন নাপা। এদিকে, বিদ্যুৎমন্ত্রী রঞ্জিত সিং জানিয়ে দিয়েছেন তিনি রানিয়া থেকে লড়বেন। সে তাঁকে বিজেপি টিকিট না দিলেও। এদিকে, বিশ্বম্ভর সিং বাল্মিকী ইতিমধ্যেই নিজ বাড়িতে সদস্য, সমর্থকদের সঙ্গে বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন বলে ঠিক করেছেন।