আজকাল ওয়েবডেস্ক: মাসের শুরুতেই মর্মান্তিক রেল দুর্ঘটনা। রেললাইন সাফাই করতে করতে আচমকা চলন্ত ট্রেনের ধাক্কা। ভয়াবহ দুর্ঘটনায় একসঙ্গে প্রাণ হারালেন রেলের চারজন সাফাইকর্মী। মৃতদের মধ্যে এখনও পর্যন্ত তিনজনের দেহ উদ্ধার করতে পেরেছে পুলিশ। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে কেরলের পালাক্কড় জেলায়। শোরানুর স্টেশনের কাছে চারজন সাফাইকর্মীকে ধাক্কা মারে চলন্ত ট্রেন। দুপুর ৩টে নাগাদ শোরানুর রেলসেতুর কাছে রেললাইন থেকে আবর্জনা পরিষ্কার করছিলেন রেলের সাফাইকর্মীরা। তখনই পিছন থেকে দ্রুতগতিতে ছুটে আসে তিরুঅনন্তপুরমগামী কেরল এক্সপ্রেস। ট্রেনের ধাক্কায় রেললাইনেই ছিটকে পড়েন চারজনই। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁদের।

 

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ, রেলের আধিকারিকরা। পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে দুইজন মহিলা ও দুইজন পুরুষ ছিলেন। ঘটনাস্থল থেকে তিনজনের দেহ উদ্ধার করা হয়েছে। আরেকজনের খোঁজে তল্লাশি অভিযান চলছে। 

 

পুলিশের অনুমান, আরেকটি মৃতদেহ রেলব্রিজ থেকে নীচে ভরতপুরা নদীতে ছিটকে পড়েছে। নদীতে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হবে। সাফাই করার মাঝে সম্ভবত এক্সপ্রেস ট্রেনের ছুটে আসার শব্দ তাঁরা শুনতে পাননি। ট্রেনটি কাছাকাছি চলে আসায় পালাতে না পারায়, দুর্ঘটনার কবলে পড়েন। ঘটনার তদন্ত জারি রয়েছে।