আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশে গাড়ি দুর্ঘটনায় মৃত চার ডাক্তারি পড়ুয়া। বুধবার রাতে উত্তরপ্রদেশের আমরোহায় দিল্লি–লখনউ জাতীয় সড়কে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে একটি গাড়ির। জানা গিয়েছে জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারে দ্রুত গতির একটি গাড়ি। এই ঘটনায় চারজন ডাক্তারি পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের।
প্রত্যক্ষদর্শীদের মতে, সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে গাড়িটি দুমড়ে–মুচড়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় রজবপুর থানার পুলিশ। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ফরেনসিক দল এবং পুলিশ কর্মীরা রাতভর ঘটনাস্থল পরীক্ষা করে। গাড়ির ধ্বংসাবশেষ পরীক্ষা করে দুর্ঘটনার কারণ খুঁজতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। জানা গেছে, নিহত চারজনই ভেঙ্কটেশ্বর বিশ্ববিদ্যালয়ের ডাক্তারি পড়ুয়া। বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরাও ঘটনাস্থলে যান। নিহতদের পরিচয় জেনে তাঁদের পরিবারকে জানানোর কাজ চলছে।
বুধবার রাত ৯টা ৪৫ মিনিট নাগাদ আমরোহার রাজবপুর এলাকার আত্রাসির কাছে দিল্লি–লখনউ জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটে। ওই সময় চার বন্ধু গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে গিয়ে ধাক্কা মারে।
পুলিশ সূত্রে খবর, ভেঙ্কটেশ্বর বিশ্ববিদ্যালয় থেকে মাত্র তিন কিলোমিটার দূরে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, গাড়িটি থেকে একাধিক মদের বোতল এবং চিপসের প্যাকেট উদ্ধার হয়েছে। ফলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন ওই পড়ুয়ারা। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছোন ভেঙ্কটেশ্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব ত্যাগী। ঠিক কীভাবে ওই দুর্ঘটনা ঘটল, জানতে তদন্ত শুরু হয়েছে।
অন্যদিকে, একই দিনে আমরোহায় আরেকটি দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গুরুগ্রাম থেকে লখিমপুর খেরি ফেরার সময় গজরালা জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে।
