আজকাল ওয়েবডেস্ক: অনেক দিন ধরেই মানত পূরণ করা হচ্ছিল না। মানত ছিল মন্দিরে দিয়ে মুরগি এবং পাঁঠাবলি দিয়ে পুজো দেবেন। সেই মতো পাঁঠাও জোগাড় করা হয়েছিল। মধ্যপ্রদেশের জবলপুরের এক পরিবারের ছয় জন সদস্য মিলে বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন। ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল পরিবারেরই চার সদস্যের। কিন্তু আশ্চর্যজনক ভাবে বেঁচে গিয়েছে পাঁঠাটি।
পুলিশ সূত্রে খবর, জবলপুর থেকে ৩০ কিলোমিটার দূরে চরগম্বা-জবলপুর রোডে বৃহস্পতিবার বিকেলে একটি নদীসেতু পার হচ্ছিল গাড়িটি। আচমকাই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সেতুর রেলিং ভেঙে গাড়িটি শুকিয়ে যাওয়া নদীতে আছড়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় চার জনের। গুরুতর আহত হয়েছেন দু’জন। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পরিবারের সঙ্গে থাকা মুরগিটির। কিন্তু বেঁচে গিয়েছে বলির জন্য নিয়ে যাওয়া সেই পাঁঠা।
পুলিশ আরও জানিয়েছে, নিহতেরা নরসিংহপুর জেলার দুলহা দেব মহারাজের মন্দির থেকে প্রতীকী পাঁঠাবলি দেওয়ার পর বাড়ি ফিরছিলেন। তারা গোটেগাঁও থেকে জবলপুর যাচ্ছিলেন তখনই চরগাওয়ানের কাছে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পুলিশকে খবর দেওয়া হয় এবং দ্রুত উদ্ধার অভিযান শুরু হয়। কর্তৃপক্ষকে হতাহতদের উদ্ধারের জন্য গাড়ির দরজা কাটতে হয়।
এক পুলিশ অফিসার আধিকারিক জানিয়েছেন, নিহতদের নাম কিষাণ প্যাটেল, সাগর প্যাটেল, রাজেন্দ্র প্যাটেল এবং মহেন্দ্র প্যাটেল, এরা সকলেই ভেদাঘাট চৌকিতালের বাসিন্দা। আহত মনোজ প্যাটেল (৩৪) এবং জিতেন্দ্র প্যাটেল (৩৫) কে গুরুতর অবস্থায় নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
